• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

বোতলের ছিপি খুলে তেল বিক্রি, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১১ মে ২০২২  

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বিভিন্ন স্থানে বোতলের ছিপি খুলে খোলাবাজারে তেল বিক্রি করায় পাঁচ প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিক মুনাফা লাভের আশায় প্রতিষ্ঠানগুলো এমন কারসাজি করে আসছিল। মঙ্গলবার (১০ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন ভোক্তা অধিকারের মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

আসাদুজ্জামান রুমেল বলেন, বাজারে বোতলজাত কোনো তেল নেই। অথচ, প্রতিষ্ঠানগুলোর গোডাউনে অভিযান চালিয়ে শত শত তেলের বোতল পাওয়া যায়। ২ ও ৫ লিটারের এসব তেলের বোতলের অধিকাংশই ছিপি খোলা। তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে প্রতিষ্ঠান মালিকরা অধিক মুনাফা লাভের আশায় বোতলের তেল ঢেলে খোলা তেল হিসেবে বিক্রির বিষয়টি স্বীকার করেন। তারা বলেন, এ কারসাজিতে সাধারণের চেয়ে ১৫ থেকে ২০ টাকা অতিরিক্ত লাভ হয়।  

অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রি, অবৈধ মজুদদারি ও পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার আইন-২০০৯ অনুযায়ী পাঁচ প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয় বলেও উল্লেখ করেন তিনি।