• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

গুদামে তেল মজুত, পরিবেশককে ১ লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৩ মে ২০২২  

গুদামে সয়াবিন তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে মানিকগঞ্জ শহরের দুধবাজার এলাকার ডিলার হরিপদ অ্যান্ড সন্সকে ১ লাখ টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় প্রায় ১ হাজার ২০০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। পরে সেসব তেল ন্যায্য দামে বিক্রি করা হয়েছে।

শুক্রবার (১৩ মে) দুপুর ৩টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চাহিদা অনুযায়ী বাজারে তেল সরবরাহ না করায় কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। বেশি মুনাফার আশায় ডিলার এমনটি করেছে।’ অভিযানে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) মানিকগঞ্জ শাখার সাধারণ সম্পাদক এবিএম শামসুন্নবী তুলিপ এবং আনসার সদস্যরা সহযোগিতা করেন।