• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

‘ইভিএমে ত্রুটি থাকলে তা ব্যবহার করা হবে না

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২০ মে ২০২২  

ইভিএমে ত্রুটি থাকলে তা ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

শুক্রবার (২০ মে) দুপুর সাড়ে ১২টায় মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মানিকগঞ্জ সদর ও শিবালয় উপজেলার ভোটার তালিকা হালনাগাদের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 
তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনের কাছে যে পরিমাণ ইভিএম আছে, তা দিয়ে ১০০-১২৫টি আসনে নির্বাচন করতে পারব। ইভিএম নিয়ে যেহেতু আস্থা-অনাস্থার বিষয় আছে, তাই আমরা বিশেষজ্ঞ নিয়ে পরীক্ষা করব ইভিএমে কোনো ত্রুটি আছে কি না।
 
নির্বাচন কমিশনার বলেন, ‘কতগুলো কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে, তা নির্বাচন কমিশনের সক্ষমতার ওপর নির্ভর করবে। এ ছাড়া আগামী পৌরসভা নির্বাচনগুলোয় ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহার করা হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যে প্রস্তুতি নেওয়া প্রয়োজন, তা আমরা নেব এবং আমাদের কাজের মাধ্যমে তা প্রমাণ করব।’
 
এ সময় জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, জেলা পরিষদের প্রশাসক গোলাম মহিউদ্দিন উপস্থিত ছিলেন।