• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

২৪ ঘণ্টায় যমুনার পানি বেড়েছে ৩৪ সেন্টিমিটার, বন্যার আশঙ্কা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২২ মে ২০২২  

মানিকগঞ্জের আরিচা পয়েন্টে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত আছে। গতকাল বিকেল ৩টা থেকে আজ পর্যন্ত পানি বেড়েছে ৩৪ সেন্টিমিটার। তবে, বিপৎসীমার ২৫০ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাইন উদ্দিন বলেন, 'উজানের ঢলে নদীর পানি বাড়ছে। এভাবে আরও ৭দিন বাড়লে মানিকগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ফসলের ক্ষতি হতে পারে।'

যমুনা নদীর পানি বৃদ্ধির ফলে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথের সবগুলো ঘাটের পন্টুন উপরে তোলা হয়েছে। তবে, এ ২টি নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক আছে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহা-ব্যবস্থাপক (মেরিন) আব্দুস সাত্তার।

তিনি বলেন, 'গত ২দিনে যমুনা নদীতে ১৮০ সেন্টিমিটার পানি বাড়ায় সবগুলো পন্টুন পানিতে ডুবু ডুবু অবস্থা তৈরি হয়েছিল। ফেরি সার্ভিস স্বাভাবিক রাখতে দ্রুত সময়ের মধ্যে সবকটি পন্টুন উপরে তোলা হয়।'