• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ফেরিতে জুয়ার আসর, গ্রেফতার ৪

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২২ মে ২০২২  

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-পথে চলাচলরত ফেরিতে অভিযান চালিয়ে চার জুয়াড়িকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ। শনিবার দিবাগত রাতে দৌলতদিয়ার পাঁচ নম্বর ঘাট থেকে ছেড়ে যাওয়া রো রো ফেরি কেরামত আলী মাঝ নদীতে পৌঁছলে যাত্রীবেশে থাকা নৌ-পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া সিদ্দিক কাজী পাড়া এলাকার মৃত মোবারক মোল্লার ছেলে বরকত মোল্লা (৪২), উত্তর দৌলতদিয়া ঢল্লা পাড়া এলাকার মৃত নবু খাঁর ছেলে নুরু খাঁ (৫৩), বাহির চর দৌলতদিয়া শাহাদৎ মেম্বার পাড়া এলাকার অকেল মোল্লার ছেলে উসমান মোল্লা (৫৪) ও একই এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে সাগর হোসেন (৩৭)।

ঘাট সংশ্লিষ্টরা জানান, ঘাট থেকে ছেড়ে যাওয়া ফেরি মাঝ নদীতে পৌঁছলে ইঞ্জিনচালিত নৌকা করে তারা ফেরিতে উঠে পড়ে। ফেরির এক কোনায় কুপি বাতি জ্বালিয়ে প্রথমে নিজেরা ৪-৫ জন বসে তাস নিয়ে খেলা শুরু করে। এ সময় যাত্রী বা গাড়িচালক খেলায় আগ্রহ দেখালে সংঘবদ্ধ সদস্যরা টাকা পয়সা, মূল্যবান জিনিসপত্র কেড়ে নেয়।

দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ওসি) সৈয়দ জাকির হোসেন বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রী বেশে কয়েকজন পুলিশ সদস্য আগে থেকে অবস্থান নেয়। ফেরিটি কিছু দূর যেতেই কুপি বাতি জালিয়ে জুয়া খেলা শুরু করলে হাতেনাতে চারজনকে আটক করা হয়।

ওসি আরো বলেন, এ সময় তাদের কাছ থেকে তাস, কুপি বাতি, জুয়া খেলার একটি বোর্ড ও নগদ ৫০০ টাকা জব্দ করা হয়।