• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঘিওরে ধরা পড়লো মেছোবাঘ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৪ জুন ২০২২  

মানিকগঞ্জের ঘিওরে ধানখেত থেকে আহত অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়েছে একটি মেছোবাঘ। শুক্রবার রাত ৮টার দিকে প্রাণিসম্পদ অধিদফতরের একটি টিম আহত মেছোবাঘটিকে প্রাথমিক চিকিৎসা দেয়ার জন্য উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় নিয়ে যায়। এর আগে দুপুরে উপজেলার বড়টিয়া ইউনিয়নের ফুলহারা গ্রামের ধানখেত থেকে আহত অবস্থায় মেছোবাঘটিকে উদ্ধার করে স্থানীয়রা। পরে বিকেল ৪টার দিকে বড়টিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নেয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বড়টিয়া মাঠে স্থানীয় কৃষকেরা হারভেস্টার দিয়ে ধান কাটছিলেন। এ সময় ধান কাটার মেশিনে আটকা পড়ে বাঘটি। মাঠে কর্মরত স্থানীয় কৃষকরা মেছোবাঘটি দেখতে পান। মেশিনের আঘাতে আহত হয়ে বাঘটি মাটিতে শুয়ে পড়ে। পরে কৃষকেরা বড়টিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যায়। সেখানে বাঘ দেখতে শত শত উৎসুক জনতা ভিড় করেন।

বড়টিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক মোল্লা রওশন জানান, দুপুরের দিকে কৃষক খেতে ধান কাটা অবস্থায় মেশিনে আঘাত পেয়ে মেছোবাঘটি ধরা পড়ে। খবর পেয়ে বিষয়টি জানাতে উপজেলা বন কর্মকতা মো: মামুন মিয়ার সাথে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। পরে ঘিওর উপজেলা প্রশাসনকে খবর দিতে হয়। খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদের একটি টিম এসে আহত মেছোবাঘটিকে প্রাথমিক চিকিৎসা দেয়ার জন্য উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় নিয়ে যায়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: এ টি এম ফয়জুর রাজ্জাক আকন্দ বলেন, বাঘের আকৃতি হলেও এটি মেছোবাঘ নামে পরিচিত। এটির বয়স আনুমানিক তিন বছর হবে। আহত বাঘটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বাঘটি উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।