• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

মানিকগঞ্জে গ্রামের বাড়িতে সমাহিত ফায়ারম্যান রানা মিয়া

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৬ জুন ২০২২  

চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোর আগুন নেভাতে গিয়ে প্রাণ হারানো ফায়ারম্যান মো. রানা মিয়ার দাফন সম্পন্ন হয়েছে।
মানিকগঞ্জের শিবালয় উপজেলার নবগ্রাম জান্নাতুল বাকী কবরস্থানে সোমবার সকাল সাড়ে ৮টায় তার দাফন সম্পন্ন হয় বলে ইউএনও জাহিদুর রহমান জানান।

ওই এলাকার পান্নু মিয়া ছেলে রানা সীতাকুণ্ডের কুমিরা ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন।

শিবালয় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মনির হোসেন জানান, সকাল সাড়ে ৭টার দিকে রানার লাশ আসলে প্রথমে নবগ্রাম মাঠে রাখা হয়। সেখানে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

তিনি বলেন, “রানা এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতেন। এলাকার সবাই তাকে বেশ পছন্দ করতো, ভালোবাসতো। তার এই অকাল মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না গ্রামবাসী।”

শনিবার রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় অবস্থিত বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগর পর বিকট বিস্ফোরণ হয়। এতে পুড়ে ও আহত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ফায়ার সার্ভিস কর্মীসহ ৪১ জনের।
বিভিন্ন মাত্রায় আহত হয়েছেন দুইশ’র বেশি মানুষ। ফায়ার সার্ভিস দলের সঙ্গে ওই ডিপোতে আগুন নেভাতে গিয়ে প্রাণ হারান রানা। 

শিবালয় ইউপির চেয়ারম্যান মো. আলাল উদ্দিন জানান, ফায়ারম্যান রানা মিয়াকে যথাযোগ্য মর্যাদায় দাফন করা হয়েছে।

রানার পরিবারকে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন মানিকগঞ্জের ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. শরীফুল ইসলাম। 

এদিকে বড় সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ রানার বাবা পান্নু মিয়া। সাংবাদিকদের তিনি বলেন, “রানাকে ঋণ করে পড়াশোনা করিয়েছি। আমি এখন নিঃস্ব হয়ে গেলাম।”

রানা ২০২০ সালে চাকরিতে যোগ দেন। সীতাকুণ্ডই ছিল তার প্রথম কর্মস্থল।