• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

মানিকগঞ্জের হাটিপাড়া ইউপি চেয়ারম্যানের পদত্যাগপত্র জমা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২০ জুলাই ২০২২  

মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মনির হোসেন পদত্যাগপত্র জমা দিয়েছেন।

মঙ্গলবার জেলা প্রশাসক বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন বলে সদর ইউএনও মোহাম্মদ ইকবাল হোসেন জানান।

মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, “জেলা প্রশাসক বরাবর লেখা পদত্যাগপত্রের অনুলিপি পেয়েছি। পদত্যাগের কারণ হিসেবে তিনি ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করেছেন।”

তবে গোলাম মনির হোসেন ইউপি কার্যালয়ে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার হামলার প্রতিবাদে পদত্যাগ করেছেন বলে জানান।

গোলাম মনির হোসেন বলেন, গত ১৭ জুলাই হাটিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ঘোষণার পর সভাপতি প্রার্থী (নতুন কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক) তার অনুসারীদের নিয়ে তাকে অপমান ও ইউনিয়ন পরিষদের আসবাবপত্র ভাঙচুর করেন।


“অপমান ও ভাঙচুরের প্রতিবাদে জেলা প্রশাসক বরাবর পদত্যাগ পত্র জমা দিয়েছি।”

মনির হোসেন জানান, গত ১৭ জুলাই হাটিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

বর্তমান সাধারণ সম্পাদক আক্কাস আলীকে সভাপতি ও মঞ্জুরুর রহমান মুন্নুকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

দলের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে এই আওয়ামী লীগ নেতা পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানান।


এ বিষয়ে জেলা প্রশাসক আব্দুল লতিফ বলেন, “বিষয়টি শুনেছি; তবে ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী তার পদত্যাগপত্রটি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর করার কথা।”

এ বিষয়ে ফোনে একাধিকবার চেষ্টা করেও জালাল মিয়ার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মনির হোসেনের পদত্যাগ মেনে নিতে পারেননি তার অনুসারীরা।

হাটিপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শরীফ শিকদার ফেসবুক পোস্টে লিখেছেন, “গোলাম মনির হোসেন ভাইয়ের পদত্যাগ মানিনা, মানব না।”

যাদের দুর্ব্যব্যবহারের কারণে গোলাম মনির হোসেন ভাই পদত্যাগপত্র দাখিল করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।