• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মানিকগঞ্জে নির্মিত হবে আন্তর্জাতিকমানের মাদকাসক্ত কেন্দ্র

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২১ জুলাই ২০২২  

বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মানিকগঞ্জে নির্মিত হবে আন্তর্জাতিকমানের মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র। ৬শ শয্যা বিশিষ্ট পুনর্বাসন কেন্দ্র নির্মাণের জন্য ইতোমধ্যে ২.১০ একর জমি সংগ্রহ হয়েছে। মৌজা মূল্যে আরও ৪-৫ একর জমি ক্রয় করে পূর্ণাঙ্গ পূনর্বাসন কেন্দ্রের কাজ শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্স ডিআইজি (ফিন্যান্স) মো. মাহবুবুর রহমান ভূঁইয়া বিপিএম (বার)।

বুধবার (২০ জুলাই) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বাঘিয়া এলকায় প্রস্তাবিত মাদকাসক্ত পুনর্বাসন প্রকল্পের জন্য স্থান পরিদর্শন ও জমি ক্রয় সংক্রান্তে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, প্রয়োজনীয় জায়গার ব্যবস্থা হয়ে গেলে আগামী এক বছরের মধ্যে ৬শ শয্যার মাদক নিরাময় কেন্দ্র নির্মাণের কাজ শুরু হবে। এই নিরাময় কেন্দ্রের মাধ্যমে আমরা আন্তর্জাতিকমানের সেবা দিতে পারব।


জানাগেছে, ইতোমধ্যে ১২৪ শতক জমি ক্রয় করেছে বাংলাদেশ পুলিশ কল্যণ ট্রস্ট এবং একই দাগের আরো ৮৪ শতক জমি দান করেছেন জলিল মিয়া নামের এক ব্যাক্তি।

সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান এর সঞ্চালনা এবং মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত ডিআইজি মো. আলমগীর কবীর (ওয়েলফেয়ার ট্রাস্ট প্রজেক্ট) বক্তব্য রাখেন।

মতবিনিময় শেষে প্রস্তাবিত মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের জন্য চিহ্নিত জায়গা ঘুরে দেখেন প্রধান অতিথি। এসময় সেখানে মানিকগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।