• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

ছদ্মবেশে পালিয়ে থেকেও রেহাই পেলেন না ১৪ মামলার আসামি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৩ জুলাই ২০২২  

ছদ্মবেশে পালিয়ে থাকা ১৪টি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি সোহেল রানাকে (৪০) গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার রাতে ঢাকা জেলার সাভার থানা এলাকার প্রাইম হাসপাতালের সামনে থেকে সোহেলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সোহেল মানিকগঞ্জ সদর উপজেলার বরুন্ডী গ্রামের মো. কোমেদ আলীর ছেলে। তিনি বরুন্ডী এলাকার এমএসবি-১ ও এমএসবি-২ নামে দুটি ইটভাটার মালিক।

পুলিশ জানায়, সোহেল রানা দীর্ঘদিন ধরে মানিকগঞ্জের বিভিন্ন এলাকার মানুষদের কাছ থেকে ইটভাটার ব্যবসা পরিচালনার জন্য চেক প্রদানের মাধ্যমে প্রায় চারকোটি টাকা গ্রহণ করেন। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধ না করায় পাওনাদাররা তার বিরুদ্ধে আদালতে বেশ কয়েকটি মামলা দায়ের করেন। মামলার পরেই আসামি সোহেল আত্মগোপন করে ফেরারি হয়ে বিভিন্নস্থানে বসবাস করতে থাকেন। আদালত ১৪টি মামলায় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

পরে বৃহস্পতিবার তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেপ্তার করে পুলিশ। নয়মাস আগেও তাকে ১২টি মামলার গ্রেপ্তারি পরোয়ানাসহ তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়। জামিন নিয়ে তিনি ছদ্দবেশ ধরে পালিয়ে আত্মগোপন করে ছিলেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ জানান, মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানের সার্বিক দিক নির্দেশনায় এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহার দিক নির্দেশনায় সদর থানার এসআই টুটুল উদ্দিনের নেতৃত্বে এসআই সোহেল রানা, এএসআই ইমরান হাসানের সহযোগিতায় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে যথাযথ আইনে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।