• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সিংগাইরে ৬ পাটের গুদামে আগুন, অর্ধকোটি টাকার ক্ষতি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২২  

মানিকগঞ্জের সিংগাইরে অগ্নিকান্ডে ঘরসহ ৬ টি পাটের গুদাম পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ জামশা বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. বাবুল মিয়া। তিনি বলেন আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই । আমাদের সিংগাইরের দু’টি ইউনিটের সাথে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট যোগ দেয়। প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা আরো বলেন, অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নিরুপণ করা হবে।

দক্ষিণ জামশা বাজার কমিটির সভাপতি মো. সিদ্দিকুর রহমান মোল্লা বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে বলে ধারনা করা হচ্ছে। এ অগ্নিকান্ডে পাট ব্যবসায়ী আজগর আলীর ৪শ মণ, বাদশা মিয়ার ৪শ মণ ও হাবিবুর রহমানের ৪শ মণ পাট এবং ১৬০ মণ সরিষা পুড়ে গেছে। এতে ঘরসহ প্রায় ৫০-৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী কামরুজ্জামান বলেন, আগুনে সর্বস্ব পুড়ে তিন ব্যবসায়ীই নিঃস¦ হয়ে গেছে। হাটের দিন থাকায় লোক সমাগম বেশী এবং ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় পুরো বাজারটা ব্যাপক ক্ষয়ক্ষতির কবল থেকে রক্ষা পেয়েছে।