• শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৮ ১৪৩০

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৫

সিংগাইরে ইয়াবা ট্যাবলেটসহ সহোদর গ্রেফতার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২২  

মানিকগঞ্জের সিংগাইরে ইয়াবা ট্যাবলেটসহ দুই ভাইকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।  

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন।


 
গ্রেফতাররা হলেন- একাই উপজেলার চরচামটা গ্রামের আক্তার হোসেনের ছেলে শিপন (৩০) ও মিলন মিয়া (৩১)।  

জেলা ডিবির ওসি মোশারফ হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিনগত রাতে ওই গ্রাম থেকে ৫০০টি ইয়াবা ট্যাবলেটসহ সহোদর শিপন ও মিলনকে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় তাদের নামে মাদকদ্রব্য নিয়মন্ত্রণ আইনে সিংগাইর থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া গ্রেফতার সহোদরের নামে আদালতে একাধিক মামলা বিচারাধীন।