• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

২৩ বছর আত্মগোপন থেকেও হয়নি শেষ রক্ষা!

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৩  

পাবনার আটঘরিয়ায় আব্দুল জলিল হত্যা মামলার প্রধান আসামি মো. ওয়ারেছ মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব। রাজধানীর মিরপুর এলাকা থেকে রোববার রাতে তাকে গ্রেফতার করে র‌্যাব-৪ এর একটি দল।

গ্রেফতারকৃত মো. ওয়ারেছ মিয়া পাবনার আটঘরিয়ার শিবপুর এলাকার জলিল কারিগরের ছেলে। তিনি পাবনার সর্বহারা দলের দলনেতা ছিলেন।

র‌্যাব-৪ সূত্র জানায়, ১৯৯৯ সালের ৮ আগস্ট বিকালে আধিপত্যকে কেন্দ্র করে পাবনা জেলার আটঘরিয়ার শিবপুর এলাকার সর্বহারা নেতা মো. ওয়ারেছ তার সদলবল নিয়ে আব্দুল জলিল গ্রুপের নেতা আব্দুল জলিলের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আব্দুল জলিলকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় ওয়ারেছসহ তার দলবল। পরে ঘটনার দিন রাতে নিহতের স্ত্রী ওয়ারেছকে প্রধান আসামি করে ১৩ জনের নামে আটঘরিয়া থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার পর থেকেই বিভিন্ন জায়গায় আত্মগোপনে থেকে এক সময় বিদেশে পালিয়ে যান। দীর্ঘদিন বিদেশ শেষে ঢাকার সাভার এলাকায় বসবাস শুরু করেন এবং সেখানে বিয়ে করে সংসার করতে থাকেন। এরপর ভাড়া গাড়ির চালক হিসেবে কাজ শুরু করেন।

র‌্যাব-৪ এর মানিকগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মোহাম্মদ আরিফ হোসেন বলেন, মামলায় গ্রেফতার এড়াতে আসামি বিভিন্ন সময়ে বিভিন্ন পেশা পরিবর্তন করতেন। এমনকি বিদেশেও গিয়েছিলেন। এছাড়া জলিলকে হত্যা ছাড়াও দিপু হত্যা মামলার আসামি ওয়ারেছ মিয়া। তার বিরুদ্ধে একাধিক অপরাধের মামলাও রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতকে পাবনার আটঘরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।