• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

জিএম কাদেরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২ জুন ২০১৯  

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন। এ সময় তারা দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

রোববার সকালে বনানীতে পার্টির চেয়ারম্যানের রজনীগন্ধা কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে ব্রিটিশ হাইকমিশনার জিএম কাদেরর কাছে বর্তমানে পার্টির সাংগঠনিক অবস্থা সম্পর্কে জানতে চান। বিরোধী দল হিসেবে জাপার ভূমিকা সম্পর্কেও জানার চেষ্টা করেন রবার্ট চ্যাটারটন। 

এ সময় জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সংসদে ও সংসদের বাইরে বিরোধী দল হিসেবে তাদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি বলেন, তার দল ইতিবাচক রাজনীতিতে বিশ্বাস করে। জনগণের স্বার্থে সরকারের ইতিবাচক সমালোচনা থেকে দূরে নেই তারা। 

জাপার ছাত্র সংগঠনসহ বিভিন্ন উইংগুলো সম্পর্কে ব্রিটিশ হাইকমিশনারকে বিস্তারিত তুলে ধরেন জিএম কাদের।
 
তিনি বলেন, ‍বৃটেনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আগামীদিনে আরো বৃদ্ধি পাবে। যুক্তরাজ্যে নামী-দামি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশের শিক্ষার্থীরা যোগ্যতার সঙ্গে পড়ালেখা করে উচ্চতর ডিগ্রি অর্জন বলেও ব্রিটিশ হাইকমিশনারকে সম্মরণ করিয়ে দেন জিএম কাদের।

সাক্ষাতে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য আবু হোসেন বাবলা, চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান ও সাবেক রাষ্ট্রদূত আশরাফ উদ-দৌলা।