• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

বিএনপির মামলার তালিকার বিষয়ে কিছুই করার নেই ইসির

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮  

তফসিল ঘোষণার পর বিএনপি নেতাকর্মীদের মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে বলে নির্বাচন কমিশনে যে নালিশ দেওয়া হয়েছে সে বিষয়ে তাদের কিছুই করার নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সূত্র জানায়, নেতাকর্মীদের মামলা দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করছে বলে অভিযোগ বিএনপির। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি মামলার তালিকাও দেওয়া হয় ইসিতে। কিন্তু মামলার তালিকা কমিশনে উঠানো হলে, কমিশন মামলার তালিকা দুটি ভাগে ভাগ করে। এর মধ্যে কিছু মামলায় দেখা যায়, তফসিলের আগে ২০১৪ ও ২০১৫ সালের। এসব মামলার বিষয়ে কমিশনের কিছু করার নেই বলে সিদ্ধান্ত হয়। আর বাকি মামলায় বিএনপির নেতাকর্মীর বাবা-মায়ের নাম-ঠিকানা নেই। এ কারণে এসব মামলার বিষয়ে ইসির কিছু করার নেই বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন কর্মকর্তারা জানান, বিএনপির মামলার বিষয়ে ইসির কিছু করার নেই বলে সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্তের ফাইলটি কমিশনারদের স্বাক্ষর শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদের দপ্তরে রয়েছে। দুই-একদিনের মধ্যে চিঠি দিয়ে অথবা মৌখিকভাবে বিএনপিকে জানানো হবে তাদের অভিযোগের বিষয়ে কমিশনের সিদ্ধান্তের বিষয়টি।

জানা যায়, গত বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) মনোনয়ন প্রত্যাশী ৫ জন নিখোঁজসহ গ্রেপ্তার হওয়া ৫২৯ জন নেতাকর্মীর একটি তালিকা জমা দেয় বিএনপি।

বিএনপির অভিযোগ অনুযায়ী নিখোঁজ হওয়া মনোনয়ন প্রত্যাশীরা হলেন, বাগেরহাট-৪ আসনে বিএনপি নেতা ইব্রাহিম হোসেন, গাইবান্ধা-২ আসনে দলের গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, নেত্রকোনা সদর-২ আসনের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আনোয়ারুল হক রয়েল, ঢাকা মহানগর-১০ আসনের ঢাকা দক্ষিণ যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ রবিউল আলম রবি ও যশোর জেলা বিএনপির সহ-সভাপতি আবু বক্কর আবু। গেল বৃহস্পতিবার পল্টন থেকে নিখোঁজ যশোরের বিএনপি নেতা আবু বক্কর আবুর লাশ মিলেছে বুড়িগঙ্গায়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিতে অভিযোগ করে বলা হয়, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা ও গ্রেফতার হওয়া নেতাকর্মীদের তালিকা এর আগে দুইবার দলের পক্ষ থেকে ইসিকে দেওয়া হয়েছে। সুনির্দিষ্ট মামলার তালিকা দেওয়ার পরও আইনশৃঙ্খলা বাহিনী বেপরোয়া। কয়েক দিন ধরে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করে দিনের পর দিন আটক রেখে আদালতে হাজির করা হচ্ছে। আবার কাউকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে আটকের পর গুম করে রাখা হচ্ছে। দলের নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশিও চলছে। এর আগে ১৬ নভেম্বর সিইসির কাছের ৪৭২ জন নেতাকর্মীকে গ্রেফতারের তালিকা জমা দেয় বিএনপি।