• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

জাপা পাচ্ছে ৪২, বিকল্পধারা ৩ আসন: কাদের

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০১৮  

মহাজোটের শরিক এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিকে ৪০ থেকে ৪২টি আসন এবং বদরুদ্দোজার নেতৃত্বাধীন বিকল্পধারাকে তিনটি আসন দেয়া হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে ধানমণ্ডিতে মহাজোটের আসন ভাগাভাগি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। তিনি জানান, তাদের আসন ভাগাভাগি প্রায় শেষ পর্যায়ে। আগামীকালই তারা নির্বাচন কমিশনে চূড়ান্ত তালিকা জমা দেবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা মনোনয়ন দেওয়া সমাপ্ত করেছি, যারা পেয়েছে তাদের চিঠি দেয়া হয়েছে। ১৭টি আসনে ডাবল প্রার্থী ছিল, আমরা সিঙ্গেল করে নিয়ে এসেছি। বেশির ভাগই চিঠি দিয়ে দেয়া হয়েছে। যারা যারা বাকি আছেন তারা নিয়ে যাবেন জাহাঙ্গীর কবির নানক সাহেবের কাছে থাকবে।’

কাদের বলেন, ‘বিকল্পধারাকে তিনটি আসন দেওয়া হয়েছে। শরিকদের যারা আছেন তারা যদি আরও আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান নিজেদের প্রতীকে করতে পারবেন। আমরা শুধু নৌকা প্রতীকে কয়েকটা আসন দিলাম। সবারই আকাঙ্ক্ষা বেশি পেতে চায়, তবে আমরা এর বেশি দিতে পারছি না। আশা করি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে।’

ওবায়দুল কাদের জানান, ওয়ার্কার্স পার্টিকে ৫, ইনুর নেতৃত্বাধীন জাসদকে ৩, তরিকতকে ২, নুরুল আম্বিয়ার নেতৃত্বাধীন জাসদকে ১, বিকল্পধারাকে তিন,  জেপিকে (মঞ্জু) ২টি আসন দেয়া হয়েছে। তিনি জানান, সব মিলিয়ে শরিকদের ৫৫-৬০টি আসনে ছাড় দিয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে জাতীয় পার্টি পাবে ৪০-৪২টি আসন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, ২৪০ জন মোটামুটি আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী, তবে দুই-একজন এদিক ওদিক হতে পারে। জয়ী হতে পারেন এমন প্রার্থী দেখে মনোনয়ন দেয়া হয়েছে বলে জানান তিনি।

ধানমন্ডি আওয়ামী লীগ কার্যালয়ে থেকে বেরিয়ে জাসদ সাধারণ সম্পাদক শিরিন আখতার সাংবাদিকদের বলেন, আমরা নৌকা মার্কায় তিনজন প্রতিদ্বন্দ্বিতা করবো।