• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দ্বৈত মনোনয়নের ক্ষেত্রে চূড়ান্তভাবে যাঁদের বেছে নিল আ.লীগ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০১৮  

জাতীয় সংসদ নির্বাচনে দলের পক্ষ থেকে যে ১৭টি সংসদীয় আসনে একাধিক প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছিল, সেগুলোতে চূড়ান্ত প্রার্থী বাছাই করেছে আওয়ামী লীগ।

ওই আসনগুলোতে যাঁদের নাম নেই, তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে হাইকমান্ড নির্দেশ দিয়েছে বলেও বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে উল্লেখ করো হয়েছে।

একাধিক প্রার্থী থাকা ১৭ আসনে নৌকার মাঝি হলেন—সৈয়দ আশরাফুল ইসলাম (কিশোরগঞ্জ-১); শিরীন শারমিন চৌধুরী (রংপুর-৬); মহীউদ্দীন খান আলমগীর (চাঁদপুর-১); শফিকুর রহমান (চাঁদপুর-৪); আ স ম ফিরোজ (পটুয়াখালী-২); এ কে এম শাহজাহান (লক্ষ্মীপুর-৩); নিজাম উদ্দিন জলিল (নওগাঁ-৫); বি এম কবিরুল হক (নড়াইল-১); ধীরেন্দ্র দেবনাথ শম্ভু (বরগুনা-১); আবুল কালাম আজাদ (জামালপুর-১); শহিদুল ইসলাম বকুল (নাটোর-১); মো. মোজাফ্ফর হোসেন (জামালপুর-৫); হাবিবুর রহমান মোল্লা (ঢাকা-৫); হাজি সেলিম (ঢাকা-৭);  আকবর হোসেন পাঠান (ফারুক) (ঢাকা-১৭); নুরুল আমিন (চাঁদপুর-২); ছোট মনির (টাঙ্গাইল-২)।

৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকে প্রার্থী ও তাঁর সমর্থকরা নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা চালাতে পারবেন।