• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

জামায়াতকে ২২ আসনে ছাড় দিচ্ছে বিএনপি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০১৮  

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীকে ২২টি আসনে ছাড় দিচ্ছে বিএনপি। তারা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। জামায়াতের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। শনিবার রাতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ও ঐক্যফ্রন্টের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। পরে দফায় দফায় বৈঠকে ২২ আসনের সমঝোতা হয়। একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী এ দলটির নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন। সে কারণেই তারা বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। জামায়াতে ইসলামী যে ২২ নেতা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন, তারা হলেন,পিরোজপুর-১ শামীম বিন সাঈদী; ঢাকা-১৫ জামায়াতের সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান; কুমিল্লা-১১ সৈয়দ আবদুল্লাহ মো. তাহের; চট্টগ্রাম-১৫ শামসুল ইসলাম ও কক্সবাজার-২ হামিদুর রহমান আজাদ।ঠাকুরগাঁও-২ আবদুল হাকিম; দিনাজপুর-১ মোহাম্মদ হানিফ; দিনাজপুর-৬ আনোয়ারুল ইসলাম; নীলফামারী-২ মনিরুজ্জামান মন্টু; নীলফামারী-৩ আজিজুল ইসলাম; রংপুর-৫ গোলাম রব্বানী; গাইবান্ধা-১ মাজেদুর রহমান সরকার; সিরাজগঞ্জ-৪ রফিকুল ইসলাম খান; পাবনা-৫ ইকবাল হুসেইন; ঝিনাইদহ-৩ মতিউর রহমান; যশোর-২ আবু সাঈদ মুহাম্মদ শাহাদত হোসাইন।এছাড়া বাগেরহাট-৩ আবদুল ওয়াদুদ; বাগেরহাট-৪ আসনে আবদুল আলিম; খুলনা-৫ মিয়া গোলাম পরওয়ার; খুলনা-৬ আবুল কালাম আযাদ; সাতক্ষীরা-২ মুহাদ্দিস আবদুল খালেক ও সাতক্ষীরা-৪ গাজী নজরুল ইসলামও ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।