• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

বাসদের ৪৫ প্রার্থীর তালিকা ইসিতে

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০১৮  

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ৪৫ জন প্রার্থীকে চূড়ান্ত মনোয়ন দিয়েছে। তাদের মই মার্কা দেওয়া কথা জানিয়ে নির্বাচন কমিশনকে তালিকা দিয়েছে দলটি।
আজ সকল রাজনৈতিক দল তাদের প্রার্থীদের চূড়ান্ত তালিকা ইসিতে জমা দেবে এবং তাদের মার্কার কথা জানাতে হবে। তারই ধারাবাহিকতায় বাসদ আজ দুপুরে তাদের তালিকা পাঠিয়েছে।

নির্বাচন কমিশনে বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান স্বাক্ষরিত দলের প্রার্থীদের চূড়ান্ত তালিকা রোববার দুপুরে ইসিতে পাঠানো হয়।

যে ৪৫ জনকে চূড়ান্ত মনোয়ন দিলো বাসদ-
নীলফামারী-১ মো. ইউনুছ আলী, লালমনিরহাট-৩ আবু তৈয়ব মো. আজমুল হক পাটোয়ারী, রংপুর-৪ মো. সাদেক আলী, রংপুর-৫ মো. মমিনুল ইসলাম, কুড়িগ্রাম-২ মো. মোনাব্বর হোসেন, কুড়িগ্রাম-৩ সাঈদ আখতার আমীন, কুড়িগ্রাম-৪ মো. আবুল বাশার মঞ্জু, গাইবান্ধা-১ মো. গোলাপ রব্বানী শাহ, গাইবান্ধা-৩ সাদেকুল ইসলাম গোলাপ, জয়পুরহাট-১ অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, বগুড়া-৭ শহীদুল ইসলাম, নওগাঁ-১ মঙ্গল কিসকু, নওগাঁ-৩ জয়নাল আবেদিন মুকুল, রাজশাহী-১ মো. আলফাজ হোসেন, সিরাজগঞ্জ-৫ নবকুমার কর্মকার, সিরাজগঞ্জ-৬ মো. আব্দুল আলিম ফকির, কুষ্টিয়া-৩ শফিউর রহমান শফি, ঝিনাইদহ-২ মো. আসাদুল ইসলাম, যশোর-২ মো. আলা উদ্দীন, খুলনা-৩ জনার্দন দত্ত, সাতক্ষীরা-২ নিত্যানন্দ সরকার, পটুয়াখালী-৪ মো. জহিরুল ইসলাম (সবুজ)।

ঢাকা-৩ মজিবুর হাওলাদার, ঢাকা-৭ খালেকুজ্জামান (লিপন), ঢাকা-৮ শম্পা বসু, ঢাকা-১৭ এসএম আহসান হাবিব (বুলবুল), ঢাকা-১৯ সৌমিত্র কুমার দাস, গাজীপুর-১ মোহাম্মদ রাহাত আহমেদ, গাজীপুর-২ মো. আব্দুল কাইয়ুম, নরসিংদী-১ মোবারক হোসেন আখন্দ, নারায়ণগঞ্জ-৪ সেলিম মাহমুদ, নারায়ণগঞ্জ-৫ আবু নাঈম খান বিপ্লব, গোপালগঞ্জ-১ মো. ইছাহাক মোল্লা, সিলেট-১ প্রণবজ্যোতি পাল, মৌলভীবাজার-৩ মো. মগনু মিয়া, হবিগঞ্জ-১ চৌধুরী ফয়সাল সোয়েব, চাঁদপুর-৩ শাহজাহান তালুকদার, চাঁদপুর-৪ এম আনিছুজ্জামান ভুইয়া রানা, ফেনী-৩ ডা. হারাধন চক্রবর্তী, নোয়াখালী-৪ মহিনউদ্দিন চৌধুরী লিটন, নোয়াখালী-৫ সিরাজউল্লাহ, লক্ষ্মীপুর-৪ মিলনকৃষ্ণ মন্ডল, চট্টগ্রাম-১০ মো. মহিন উদ্দিন এবং চট্টগ্রাম-১২ স ম ইউনুস।

আগামীকাল সোমবার (৯ ডিসেম্বর) প্রার্থীর চূড়ান্ত তালিকা জমা দেওয়া শেষ দিন। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ। ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।