• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সিলেটে মহাজোটের চূড়ান্ত প্রার্থী হলেন যারা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৮  

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের চার জেলার ১৯টি আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। এদের মধ্যে ১৫ জনই বর্তমান সাংসদ। বাকি চার আসনে লড়বেন নতুন চার মুখ।

সিলেটের ১৯ আসনের মধ্যে চারটি শরিকদের জন্য ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। মহাজোট থেকে জাতীয় পার্টি পেয়েছে দুই জেলার ৩টি আসন ও যুক্তফ্রন্টকে দেওয়া হয়েছে ১টি আসন।

দশম সংসদের এক নারী সদস্য এবার বাদ পড়েছেন। তিনি হলেন, মৌলভীবাজার-৩ আসনের বর্তমান সাংসদ সায়রা মহসিন।

এবারের নির্বাচনে সিলেট বিভাগে মহাজোটের শরিক দলের প্রার্থীরা হলেন, সিলেট-২ আসনে জাতীয় পাটির বর্তমান সাংসদ ইয়াহ্ইয়া চৌধুরী, সিলেট-৫ আসনে জাতীয় পাটির বর্তমান সাংসদ সেলিম উদ্দিন ও আওয়ামী লীগের হাফিজ আহমদ মজুমদারের। তারা দুজনই দল থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। সুনামগঞ্জ-৪ আসনে মহাজোটের একক প্রার্থী হিসেবে লড়বেন জাপার বর্তমান সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ।

এছাড়া মৌলভীবাজার-২ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে বিকল্পধারার এম এম শাহীনকে। তিনি এ আসনে মহাজোটের নতুন প্রার্থী। সিলেট-১ আসনে এবার আওয়ামী লীগের প্রার্থী হিসাবে নির্বাচন করছেন অর্থমন্ত্রী আবদুল মুহিতের ছোট ভাই ড. এ কে আব্দুল মোমেন।

এছাড়া সিলেট-৩ আসনে বর্তমান সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী, সিলেট-৪ আসনে সাংসদ ইমরান আহমদ, সিলেট-৬ আসনে লড়বেন সাংসদ নুরুল ইসলাম নাহিদ।

সুনামগঞ্জ-১ আসনে সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-২ আসনের সাংসদ জয়া সেনগুপ্ত, সুনামগঞ্জ-৩ আসনে সাংসদ এম এ মান্নান ও সুনমাগঞ্জ-৫ আসনে সাংসদ মুহিবুর রহমান মানিক।

হবিগঞ্জ-১ আসনে প্রথমবারে মতো নির্বাচন করবেন আওয়ামী লীগের শাহনেওয়াজ মিলাদ গাজী। হবিগঞ্জ-২ আসনে সাংসদ আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-৩ আসনে সাংসদ আবু জহির ও হবিগঞ্জ-৪ আসনে সাংসদ মাহবুব আলী।

মৌলভীবাজার-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমান সাংসদ শাহাব উদ্দিন, মৌলভীবাজার-৩ আসনে আওয়ামী লীগের নতুন মুখ নেছার আহমদ ও মৌলভীবাজার-৪ আসনে বর্তমান সাংসদ উপাধ্যক্ষ আব্দুস শহীদ।