• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

রামগঞ্জে বইছে নৌকার জোয়ার: আনোয়ার খা‌ন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮  

রামগঞ্জে নৌকার জোয়ার বইছে বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-১ আস‌নের আওয়ামী লীগ প্রার্থী ড. আনোয়ার হো‌সেন খান। বুধবার সকাল থে‌কে সন্ধ্যা পর্যন্ত উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বি‌ভিন্ন এলাকায় গণসং‌যোগ শেষে এক পথসভা তিনি এ কথা বলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন‌কে কেন্দ্র ক‌রে রামগঞ্জের পাড়ামহল্লায় ব্যাপক প্রচারণা চালিয়েছেন আওয়ামী লী‌গ থে‌কে ম‌নোনী‌ত প্রার্থী এবং উপ‌জেলা আওয়ামী লী‌গের সি‌নিয়র সহ সভাপ‌তি ড. আনোয়ার হো‌সেন খান। এ সময় তার সাথ‌ে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন এবং নৌকার প‌ক্ষে চে‌য়ে ভোট‌ে চে‌য়ে বি‌ভিন্ন স্লোগা‌ন দেন তারা। গণসং‌যো‌গকা‌লে আশার‌কোট সরকারি প্রাথ‌মিক বিদ্যালয় মা‌ঠে নির্বাচনী পথসভায় অংশ নেন আনোয়ার খান।

গণসং‌যোগকা‌লে তি‌নি নোয়াগাঁও‌ ইউনিয়নের বি‌ভিন্ন দোকান ও বা‌ড়িতে গি‌য়ে ভোট ও দোয়া প্রার্থনা ক‌রেন। এসময় স্থানীয়রা নৌকার প্রার্থী আনোয়ার খান‌কে ফুল দি‌য়ে বরণ ক‌রে নেন।

গণসং‌যোগকালে পথসভায় আনোয়ার খান ব‌লেন, রামগ‌ঞ্জের প্র‌তি‌টি বা‌ড়ি‌তে বা‌ড়িতে নৌকার জোয়ার বইছে। প্র‌তি‌দিনই তৃণমূ‌লের লোকজ‌নের সা‌থে আমার যোগা‌যোগ হ‌চ্ছে। তা‌দের সা‌থে কথা ব‌লে যেটুকু বুঝলাম, আগামী ৩০ তা‌রিখ নির্বাচ‌নে নৌকার জোয়া‌রে রামগ‌ঞ্জে ভঙ্গুর বিএন‌পি জামা‌তের ঘা‌টি প্লা‌বিত হ‌বে। বিপুল ব্যবধা‌নে নৌকার বিজয় হ‌বে।

‌তি‌নি ব‌লেন, রামগ‌ঞ্জে বিএন‌পি-জামাত‌কে শুধু মাত্র মিডিয়ায় দেখা যায়। জনগ‌ণের সা‌থে তা‌দের কোন সম্পর্ক নেই। এখা‌নে এমন অনেক লোক র‌য়ে‌ছে যারা কখ‌নো বিএন‌পি জাম‌াতের বর্তমান প্রার্থীর নাম শো‌নে‌নি। তাহ‌লে বিএন‌পি জামাত‌কে জনগণ কেন ভোট ‌দি‌বে? ভোট চাওয়ার মত কোন কাজই ক‌রে‌নি তারা।

স্বাধীনতার চেতনা বু‌কে ধারণ করে আওয়ামী লী‌গের সা‌থে থাকার আহ্বান জা‌নি‌য়ে আনোয়ার খান ব‌লেন, যে নৌকায় চ‌ড়ে বাংলা‌দে‌শের স্বাধীনতা এসেছে, সেই নৌকাই এদেশকে উন্নত সমৃদ্ধ বাংলা‌দেশ বিনির্মা‌ণে দুর্বার গ‌তি‌তে এগিয়ে চল‌ছে। আর স্বাধীনতাবি‌রোধীরা কখ‌নোই বাংলা‌দে‌শের উন্নয়ন চাইবে না। যারা বাংলা‌দে‌শের স্বাধীনতা, সার্ব‌ভৌম‌ত্বে বিশ্বাস ক‌রে না, তারা কখ‌নোই এ দেশ‌কে ধারণ কর‌তে পা‌রে‌নি। পরা‌জিত পা‌কিস্তানী‌দের দেশ‌কে হাত‌কে বি‌কি‌য়ে দি‌য়ে তারা পৈশা‌চিত আন‌ন্দে আন‌ন্দিত হ‌য়ে‌ছে।

এসময় গণসং‌যো‌গে অংশ নেন নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামী লী‌গের সভাপ‌তি ও ‌চেয়ারম্যান হাজী মোহাম্মদ রানা, ইউনিয়ন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ‌সো‌হেল পা‌টোয়ারী, ইউনিয়ন যুবলী‌গের সভাপ‌তি কাজী ফরহাদসহ স্থানীয় আওয়ামী লীগ এবং এর সহ‌যোগী ও অঙ্গ সংগঠ‌নের নেতাকর্মীরা।