• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

নির্বাচনের আগের দিন ভোলাকে রণক্ষেত্র করার পরিকল্পনা মেজর হাফিজের

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮  

 নির্বাচনের আগের দিন শীর্ষ সন্ত্রাসী বাবুল বিশ্বাসকে ভোলার সাধারণ জনগণকে কোপানোর পরামর্শ দিলেন ভোলা-৩ আসনের বিএনপি প্রার্থী মেজর (অব.) হাফিজ।

গোপন সংবাদের ভিত্তিতে শীর্ষ সন্ত্রাসী বাবুলকে ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

অতঃপর বাবুল বিশ্বাসকে থানায় নিয়ে গেলে, তার মোবাইল ফোনের কল রেকর্ড চেক করতে গিয়ে বেরিয়ে আসে, ভয়াবহ এক ফোনালাপ। ২৮ তারিখ সকালে মেজর হাফিজের সঙ্গে ফোনালাপে বাবুল বিশ্বাস বলেছিলে, স্যার আপনি অনুমতি দিন, সিদ্দিক কে নিয়ে বদরপুরে (লালমোহন উপজেলার ইউনিয়ন) একত্রিত হয়ে কিছু মানুষকে আমরা কুপিয়ে দেই। মেরে ফেলবো না।

এসময় মেজর হাফিজ বলেন, এখন না, নির্বাচনের আগের দিন।

ফোনালাপটি শুনে রীতি মতো হতভম্ব হয়ে পড়েন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক উক্ত কর্মকর্তা বলেন, ভাবতেই অবাক এ এলাকার মানুষ তাকে ভালোবেসে চারবার জয়যুক্ত করেছিলেন। অথচ তিনি এই ভোলার মানুষকেই কোপাতে চাচ্ছেন। এটা খুব-ই দুঃখজনক।

এ প্রসঙ্গে এলাকাবাসী বলেন, বাবুল বিশ্বাস ২০০১ থেকে ২০০৬ এর বিএনপি শাসনামলে সমগ্র ভোলাতে শত শত ঘর বাড়ি পুড়িয়ে সংখ্যালঘুদের এলাকা ছাড়া করেছিলো। টাকার বিনিময়ে খুন করা তার পেশা। তবে মেজর হাফিজের ডান হাত হওয়ায় তার বিপক্ষে কেউ কোনো কথা বলে না। ক্ষমতায় আসার আগেই যারা কোপাতে চায়, ক্ষমতায় ‍গিয়ে তারা কতোটুকু ভয়াবহ হতে পারে তা কল্পনা করতেই ভয় লাগছে।