• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

টিকে থেকে পরাজয়ের প্রতিশোধ নিতেই বিএনপিতে একাকার হচ্ছে জামায়াত!

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০১৯  

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের পর সারা দেশের জামায়াত কর্মীরা গোপনে দলে দলে বিএনপিতে যোগ দিতে শুরু করেছে। যদিও তা চলছে অতি নীরবে ও নিভৃতে। এদিকে জামায়াত কর্মীদের গণহারে বিএনপিতে যোগদানের বিষয়টিকে টিকে থাকার কৌশল হিসেবে দাবি করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জামায়াত মূলত বিএনপির ছদ্মবেশে সরকারবিরোধী আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করতেই এমন কৌশল অবলম্বন করেছে বলে মনে করছে তারা।

যদিও জামায়াতের বিভিন্ন দায়িত্বশীল সূত্রের খবরে জানা গেছে, উচ্চাদালত কর্তৃক নিষিদ্ধ হওয়ায় রাজনীতির মাঠে টিকে থেকে বিএনপির হাতকে শক্তিশালী করে সরকারবিরোধী আন্দোলন চাঙ্গা করতে এমনটা করা হচ্ছে। এতদিন গোপনে থেকে রাজনীতি করলেও এবার বিএনপির ব্যানারে প্রকাশ্যে রাজনীতি করতে চায় জামায়াত। বিএনপির ব্যানার ব্যবহার করলেও দলীয় আদর্শ মাথায় রেখেই জামায়াত রাজনীতি করবে বলেও সূত্রগুলো নিশ্চিত করেছে।

জামায়াতের ছদ্মবেশ ধারণকে দেশের রাজনীতির জন্য অশনিসংকেত দাবি করে রাজনৈতিক বিশ্লেষক তারেক শামসুর রেহমান বলেন, জামায়াত শুরু থেকেই কৌশলী রাজনৈতিক দল। জামায়াতের নেতারা বিভিন্ন সময়ে আড়ালে-আবডালে থেকে, গ্রুপিং-লবিং করে রাজনীতি করেছে। সর্বশেষ, আদালত কর্তৃক নিষিদ্ধ হওয়ায় জাতীয় নির্বাচনে বিএনপির ব্যানারে নির্বাচন করে তাদের অবস্থান যাচাই করেছে। জামায়াত নেতারা বুঝতে পেরেছেন যে, বিএনপির উপর ভর করেই তাদের আগামীতে রাজনীতির মাঠে টিকে থাকতে হবে। তাই আর গোপনে না থেকে বিএনপির নাম ব্যবহার করে মূলত দেশব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টি করতেই এবার তারা এসব করছে। বলা যেতে পারে, সাময়িকভাবে জামায়াত দলগতভাবে বিএনপিতে আশ্রয় নিচ্ছে কমিউনিস্ট মডেলে। নির্বাচনের পূর্বেই কিন্তু যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারতের মতো শক্তিশালী রাষ্ট্রগুলোর চাপ এড়িয়ে তাদের আশীর্বাদ অর্জন করতেই জামায়াত এরকম রাজনৈতিক কৌশল অবলম্বন করছে। বিএনপি নেতারা স্পষ্টই বুঝতে পারছেন যে, জামায়াতের সঙ্গে আনুষ্ঠানিক সঙ্গ ত্যাগ না করলে বিএনপির পক্ষে সামনে অগ্রসর হওয়া কঠিন। জামায়াত থাকলে, বিদেশি রাষ্ট্ররাও বিএনপির দাবির প্রতি সহানুভূতিশীল হতে রাজী নয়। ইসলামী চিন্তা-চেতনা থেকে দূরে চলে না যায় সে কারণেই জামায়াতের নেতারা বিএনপিকে আগলে রাখার জন্য বিএনপিতে যোগ দিচ্ছে। তবে, এ নিয়ে যেন আবার নতুন করে কথাবার্তা না হয়, সেজন্য কাজটি করা হচ্ছে গোপনে।