• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্রের জাল বুনছে বিএনপি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০১৯  

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি। প্রায় ৮০ শতাংশ ভোটারের সিদ্ধান্তে ক্ষমতাসীন আওয়ামী লীগের কাছে শোচনীয় পরাজয় বরণ করতে হয়েছে এই দলটির। সদ্য সমাপ্ত নির্বাচনে ভরাডুবির পর এরইমধ্যে দলটির শীর্ষ পর্যায়ের নেতাদের নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করেছে স্বয়ং দলেরই আরেক শীর্ষপক্ষ। যেখানে তারা শীর্ষ নেতৃত্ব পরিবর্তনেরও ডাক দিয়েছে বলে এরই মধ্যে শক্ত খবর চাউর হয়েছে সংবাদ মাধ্যমগুলোতে। পাশাপাশি অতীতের ঘটনা অথবা নিজেদের কর্মীদের সৃষ্ট কাল্পনিক ভিডিও ও গুজব সৃষ্টির মাধ্যেমে নির্বাচনকে সরাসরি প্রশ্নবিদ্ধ করতে বিএনপির কর্মীরা সক্রিয় ভূমিকা পালন করছে বলে এরই মধ্যে প্রমাণ পাওয়া গেছে।

গোপন সূত্রে জানা গেছে যে, দলের অভ্যন্তরীণ কোন্দল যেনো জনসম্মুখ্যে প্রকাশ না পায়, সেজন্য অস্তিত্ব টিকিয়ে রাখতে জনগণেকে ঘোরের মধ্যে রাখার চেষ্টায় উঠেপড়ে লেগেছে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। জানা যায়, গোপনে আস্তানায় ধারণকৃত বেশ কিছু ভুয়া ব্যালটে ‘অবৈধভাবে সরকার পক্ষের ভোট প্রদান’ শিরোনামের দৃশ্য বা ভিডিও তৈরি করে, একইসাথে পুরোনো বিতর্কিত ভিডিও ভাইরাল করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বিএনপি। যার বেশ কিছু প্রমাণ এরইমধ্যে সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত হয়েছে।
সরকার এবং সদ্য সমাপ্ত এই নির্বাচনকে বিতর্কিত করার জন্য নির্বাচনের পরপরই নির্বাচন কেন্দ্রীক বিভিন্ন পুরোনো ভিডিও ভাইরাল হয়েছে বিএনপির সমর্থিতদের সামাজিক যোগযোগের মাধ্যমগুলোতে। যেগুলোতে দেখা গেছে অতীতের বিভিন্ন জাতীয় এবং স্থানীয় নির্বাচনের ব্যালট পেপার ব্যবহার করে ভিডিও এবং ছবি তৈরী করে ছড়িয়ে দেয়া হচ্ছে।

যেগুলোর অন্যতম একটিতে দেখা গেছে যে, ভোট দেয়ার পরেও কয়েকজন নারী পুনরায় ভোটের কক্ষে প্রবেশের লাইনে দাঁড়িয়ে আছে। এমনসময় একজন সাংবাদিক গিয়ে তাদের কাছে জানতে চান ভোট দেয়ার পরও কেন তারা লাইনে দাঁড়িয়ে। ওই নারীদের জবাবের একটি অংশ ‘এই থাকতে, মনে করেন খুশিতে, ঠ্যালায়, ঘুরতে। তথ্যানুসন্ধানে প্রমাণ পাওয়া গেছে যে, এই উল্লেখিত ভাইরাল হওয়া ভিডিওটি ২০১৪ সালের এক নির্বাচনে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘মাইটিভি’র এক সাংবাদিকের করা রিপোর্টের অংশ ছিল। অথচ এই ভিডিওটিও ২০১৮ সালের নির্বাচনের চিত্র বলে প্রচার করা হচ্ছে বিএনপি-জামায়াত সমর্থিত ফেসবুক পেজ এবং গ্রুপগুলো থেকে।

পাশাপশি অনুসন্ধানে জানা গেছে, দলটির কূটচালের একটি অংশে বিদেশিদের কাছে নির্বাচনে ব্যালট ছিনতাই এবং কেন্দ্রে আওয়ামী লীগের নামে ভোট দেয়া হচ্ছে এমন কিছু ভুয়া ভিডিও বিএনপির নিজেদের কর্মীদের দিয়ে গোপন আস্তানায় বানিয়ে, সেগুলো প্রমাণ হিসেবে বিদেশিদের কাছে উপস্থাপন করার পায়তারা করছে দলটি। দলটির শীর্ষ নেতারা মনে করছে, এ কাজটি সফলাতার সাথে করতে পারলে সরকারের ওপর বিদেশি চাপ আসবে।
বিশেষ সূত্রে জানা যায়, বিএনপির এ সকল কর্মকাণ্ডের যাবতীয় অর্থ সর্বরাহ করছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। যার সার্বিক সহযোগিতায় রয়েছে দেশ পলাতক দুর্নীতির মামলার আসামী তারেক রহমান।