• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

অযোগ্যদের প্রাধান্য দেয়ায় বিএনপির মহাবিপর্যয়

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০১৯  

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাবিপর্যয়ের পর অনেকটা বিশৃঙ্খল এবং নেতৃত্বহীন অবস্থায় পড়েছে বিএনপি, এমনটাই জোর গুঞ্জন চলছে রাজনৈতিক মহলে। সহসাই বিপর্যয় কাটিয়ে নতুন উদ্যমে রাজনীতির মাঠে বিএনপির ফিরে আসাটাকে কঠিন চ্যালেঞ্জ মনে করছেন রাজনৈতিক বোদ্ধারা। তাদের মতে, বিশৃঙ্খলা দূর করে অদূর ভবিষ্যতে রাজনীতিতে গৌরবের সঙ্গে ফিরে আসতে হলে বিএনপিকে অনেকগুলো অগ্নিপরীক্ষা সম্মুখীনও হতে হবে। এদিকে বিএনপির সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

বিএনপি অগ্নিপরীক্ষা এবং অনাগত সমস্যার সত্যতা স্বীকার করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদে বলেন, বিএনপির জন্য সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে। আগামী দিনগুলোতে দলের দ্বন্দ্ব ও বিপর্যয় আরো প্রকাশ্য রূপ নিবে বলে আমি মনে করি। বিশেষ করে বিভিন্ন জেলা কমিটির অনুমোদন, বিদ্রোহীদের ফিরিয়ে আনায় যোগ্য ও উপযুক্তদের দলত্যাগ, রাজনৈতিক মামলার পাহাড় সামলানো, উপজেলা নির্বাচনে সঠিক নেতৃত্ব বাছাই করা, মনোনয়ন বাণিজ্যে ব্যাপক দুর্নীতি এবং নেতা-কর্মীদের অবমূল্যায়ন করার জন্য বিএনপিকে চরম মূল্য দিতে হচ্ছে এবং আগামীতে এর বিরূপ প্রভাব দলে পড়বে। জাতীয় নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হয়ে অনেকেই দলত্যাগ করেছেন। শুনতে খারাপ লাগলেও এটি সত্য যে, জাতীয় নির্বাচনে আমাদের মত উপেক্ষা করে তুলনামূলক ভাবে দুর্নীতিবাজ, ফৌজদারি মামলার আসামি, চিন্তিত সন্ত্রাসীদের ধানের শীষ প্রতীক তুলে দিয়ে বড় ধরণের ভুল করেছেন তারেক রহমান। অর্থকে প্রাধান্য দেয়ার ফলাফল হাতে নাতে পেয়েছি আমরা। আমি মনে করি বিএনপিতে শুদ্ধি অভিযান চালানো উচিত। যোগ্য ও পরীক্ষিত ব্যক্তিদের বাদ দিয়ে নিবেদিত নেতাদের মূল্যায়ন করলে আগামীর কঠিন সময়গুলোতে কিছুটা হলেও বেগ পেতে পারে বিএনপি।

বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, মওদুদ আহমেদ সাহেব নিজের মত বক্তব্য দিয়েছেন। এটি দলের বক্তব্য নয়। তিনি নিজেও তো তার আসনেই বিশাল ব্যবধানে হেরেছেন। তাহলে কী আমরা ধরে নিব তিনিও চিহ্নিত দুর্নীতিবাজ! সাবেক মন্ত্রী হিসেবে তোর তার দুর্নাম রয়েছে। তাদের মত নেতার কারণে বিএনপিকে বর্তমানে বদনাম শুনতে হচ্ছে। এটি সত্য যে আমরা কঠিন সময় পার করছি। আগামীতেও আমাদের অনেক পরীক্ষা দিতে হবে। তাই বলে আমরা ভীত নই। উপরে থুথু ছিটালে সেই থুথু কিন্তু নিজের গায়েই পড়ে। মওদুদ সাহেব হয়তো বিষয়টি ভুলে গেছেন।