• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

‘দালাল অপবাদ ঘুচাতেই সরকারবিরোধী বক্তব্য বেশি দিচ্ছেন ফখরুল’

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০১৯  

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশি বেশি সরকারবিরোধী বক্তব্য দিচ্ছেন উল্লেখ করে তার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচনে ভরাডুবির পর দলের মধ্যেও প্রতিকূল অবস্থার মধ্যে পড়ে সরকারকে আক্রমণ করে বক্তব্য দিয়ে যাচ্ছেন বিএনপির মহাসচিব।’

৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের পর বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠানে ফখরুল বলছেন, আওয়ামী লীগ ভোট ডাকাতি করে ক্ষমতায় আছে।

নির্বাচনে বিজয় উদযাপনে আওয়ামী লীগের শনিবারের কর্মসূচি ধরে তিনি বলেছিলেন, এই নির্বাচনে নৈতিক ‘পরাজয়’ ঘটেছে আওয়ামী লীগের, সেটা ‘ঢাকতেই’ এই বিজয় উৎসব করছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রবিবার ঢাকার বনানীর সেতু ভবনে এক মতবিনিময় সভায় এলে তার কাছে বিএনপির বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা।

তখন কাদের বলেন, ‘আগে মির্জা ফখরুল ইসলামকে দল সামলাতে বলেন, নিজের ঘর সামলাতে বলেন। ঘরেই উনি বিপদে আছেন।’

ফখরুলের সাম্প্রতিক নানা বক্তব্য ধরে তিনি বলেন,  ‘এখন সরকারকে বেশি বেশি আক্রমণ করছেন কেন? মাঝে মাঝে আমাকেও। এই আক্রমণ কেন করছেন সেটা আমরা বুঝি। কারণ তার দল থেকেই তাকে সরকারের দালাল বলছে। কাজেই এই অপবাদ থেকে মুক্তি পাওয়ার জন্য বেশি বেশি করে সরকারবিরোধী বক্তব্য উনি দেবেন, এটাই স্বাভাবিক।’

ভোটে হারের পর বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দেশে-বিদেশে অপপ্রচার চালিয়েও ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, ‘এখন নির্বাচন নিয়ে যে বিষয়টা তারা বলছে, এটা পরাজিতের মুখে ব্যর্থতার প্রলাপ ছাড়া আর কিছু না। পরাজিতের মুখে ব্যর্থতার প্রলাপ আমরা শুনতে পাচ্ছি।’

ভোট নিয়ে অভিযোগকারী ফখরুলকে পাল্টা প্রশ্নে কাদের বলেন,  ‘উনি যে নির্বাচনে জিতলেন, নির্বাচনটা নিরপেক্ষ না হলে উনি জিতলেন কেমন করে? মির্জা ফখরুল নির্বাচনে জিতলেন কেমন করে?’

তিন দিন আগে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে বিএনপি মহাসচিব ফখরুলের অনুপস্থিত থাকা নিয়ে কাদের বলেন, ‘তিনি অসুস্থতার অজুহাত দেখিয়ে ঐক্যফ্রন্টের মিটিংয়ে যাননি, এটা কেন? আসলে কি তিনি অসুস্থ? এটা রাজনৈতিক অসুস্থতা।’