• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

বিএনপি বিভক্ত হয়ে যেতে পারে বললেন ফখরুল

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০১৯  

বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক মিলাদ মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ শঙ্কা প্রকাশ করেন।

মির্জা ফখরুল বলেন, আজ বিএনপি বিরুদ্ধে বিএনপির লোকেরাই চক্রান্ত শুরু করেছে। চক্রান্তগুলো হচ্ছে বিএনপিকে দুর্বল করার জন্য। বিএনপিকে বিভক্ত করে এর শক্তিকে ছোট করে দেওয়ার জন্য এ চক্রান্ত করছে স্বয়ং বিএনপির স্বার্থ লোভী নেতারাই। তবে তাদের উদ্দেশ্যে বলতে চাই, এমন চক্রান্ত আগেও হয়েছে কিন্তু বিএনপিকে এখনও পর্যন্ত কেউ বিভক্ত করতে পারেনি। যদি দল থেকে এরপরও কেউ বের হয়ে যায়, তবে সে নিজেই দল থেকে ছিটকে পড়বে।

তবে মির্জা ফখরুলের এ বক্তব্যকে ভিন্নভাবে ব্যাখ্যা করে বিএনপির সংস্কারপন্থী এক নেতা বলেন, মির্জা ফখরুল সাহেব যতোই বলুক বিএনপিকে কেউ ভাঙতে পারে না, কিন্তু বিএনপি ২০০৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে হেরে যাবার বড় কারণ হচ্ছে দলের ভাঙন। যদি একিউএম বদরুদ্দোজা চৌধুরী দল থেকে বেরিয়ে না যেত, আর যদি বিএনপিতে সংস্কার পন্থী না থাকতো, তাহলে বিএনপি অবশ্যই বেশি শক্তিশালী হতো। ২০০৯ সালে বিএনপির হেরে যাবার এটাও বড় কারণ। তাই যদি আবারো তারা বিভক্ত হয়ে যায়, তবে বিএনপি একটি ভূগর্ভস্থ দলে পরিণত হবে।

এদিকে বিএনপিকে এখনি ভেঙে না পড়ে লড়াই করার মানসিকতা তৈরি করতে বললেন রাজনৈতিক বিশ্লেষক বিভুরঞ্জন সরকার। তিনি বলেন, বিভক্ত সকল বিষয়ের সমাধান নয়। তবে যারা স্বার্থের জন্য রাজনীতি করে, তাদের সঙ্গ ত্যাগ করাই শ্রেয়। বিএনপির উচিত হবে সব দিক বিবেচনা করে, দলের মধ্যে বিভক্তি সৃষ্টিকারী সকলকে সরিয়ে একত্রিত হয়ে একটি সুষ্ঠু ও সুশৃঙ্খল রাজনৈতিক দল হিসেবে এগিয়ে আসা।