• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

কিশোরগঞ্জ-১ আসনে জাপার প্রার্থী মুস্তাইন বিল্লাহ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০১৯  

কিশোরগঞ্জ-১ শূন্য আসনে পুনঃনির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পেয়েছেন মুস্তাইন বিল্লাহ। সোমবার মুস্তাইন বিল্লাহ’র মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

মুস্তাইন বিল্লাহ বর্তমানে জাতীয় মৎস্যজীবী পার্টির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি `ঢাকাস্থ কিশোরগঞ্জ সমিতি’ ও `বৃহত্তর ময়মনসিংহ সমিতি’র আজীবন সদস্য।

আওয়ামী লীগের সদ্য প্রয়াত সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে আসনটি শূন্য হয়। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সৈয়দ আশরাফুল ইসলামের বোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

গত ২৬ জানুয়ারি রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে সাবেক জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম নির্বাচিত হয়েছিলেন, গেজেটও প্রকাশ করা হয়েছিল। কিন্তু শপথ নেয়ার আগেই তিনি মারা যান। তাই এই আসনে উপ-নির্বাচন নয়, পুনঃনির্বাচন হচ্ছে।

এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, কিশোরগঞ্জ-১ আসনের একাদশ জাতীয় সংসদে নির্বাচিত সৈয়দ আশরাফুল ইসলাম মৃত্যুবরণ করেছেন। যেহেতু তিনি শপথ গ্রহণ করতে পারেননি তাই সাধারণ নির্বাচন হিসেবে গণ্য করা হচ্ছে।

জাতীয় সংসদ আসন ১৬২, কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর) পুনঃনির্বাচন হতে যাচ্ছে আগামী ২৮ ফেব্রুয়ারি। এ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ জানুয়ারি, ৩ ফেব্রুয়ারি বাছাই আর ১০ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়।

প্রসঙ্গত, সৈয়দ আশরাফুল ইসলাম গত ৩ জানুয়ারি ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সেদিন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।