• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

নির্বাচনে ভরাডুবি,বদলানো হবে বিএনপির মহাসচিব ফখরুলকে

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০১৯  

সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর বিএনপির উচ্চ পর্যায়ে বিভক্তি ও কোন্দল দেখা দিয়েছে। নির্বাচনের আগে থেকেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের বিবাদ চলছে। তার ওপর এক ঘটনায় রাগ সামলাতে না পেরে গত সপ্তাহে বগুড়া জেলা বিএনপির সভাপতির সাথে হাতাহাতিতেও জড়িয়ে যান দলের এই ভারপ্রাপ্ত প্রধান।
এদিকে মির্জা ফখরুল দল পরিচালনায় ব্যর্থ ও অযোগ্য দাবি করে মওদুদ আহমেদসহ তার অনুসারীরা মির্জা ফখরুলকে বাদ দিয়ে দল পুনর্গঠনের দাবি তুলেছে। যেখানে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের অন্তত তিন নেতা ইতোমধ্যে প্রকাশ্যেই বলেছেন, ‘আমাদের মতো বর্ষীয়ান ও ব্যর্থদের বাদ দিয়ে ত্যাগী ও মাঠে থাকা অপেক্ষাকৃত তরুণদের দিয়ে দল পুনর্গঠন করতে হবে।’
দল পুনর্গঠন কোন প্রক্রিয়ায় হবে এ নিয়ে তাদের মধ্যে ভিন্ন ভিন্ন মত লক্ষ্য করা গেলেও বিএনপির অধিকাংশ নেতাকর্মীদের মধ্যে দলের পুনর্গঠন নিয়ে আলোচনা চলছে। বিএনপিতে এরই মধ্যে মহাসচিব পদে ড. খন্দকার মোশাররফ হোসেন ও গয়েশ্বর চন্দ্র রায়ের নাম আলোচনায় লক্ষ্য করা গেছে।
দলের মহাসচিব পদে পরিবর্তন নিয়ে কোনো আলোচনা হয়েছে কী না- জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে এক যুগ্ম মহাসচিব বলেন, ‘স্থায়ী কমিটির সিদ্ধান্ত মহাসচিব বাস্তবায়ন করেন। তবে মহাসচিব পদে ড. খন্দকার মোশাররফ হোসেন ও গয়েশ্বর চন্দ্র রায়ের নাম আলোচনায় রয়েছে।’
দলের পুনর্গঠন প্রক্রিয়া কেমন হওয়া উচিত- জানতে চাইলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক বলেন, ‘কেন্দ্রীয় কমিটির ব্যাপারে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। বিগত আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দলে ত্যাগী ও পরীক্ষিত নেতারা তৈরি হয়েছেন। আশা করি তাদের মূল্যায়ন হবে, পাশাপাশি যারা নিষ্ক্রিয় রয়েছেন তাদের দলের অন্যত্র রাখা হবে। অভিজ্ঞ ও নবীনদের সমন্বয়ে নেতৃত্ব নির্বাচন হবে।’