• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

গণশুনানির নামে গণতামাশা বিএনপির, শামা ওবায়েদের হাস্যকর কথা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০১৯  

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়মের হাস্যকর অভিযোগ তুলে শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবীদের মিলনায়তনে গণশুনানির নামে এক ছোটখাটো গণ-তামাশার আয়োজন করে বিএনপি। উক্ত আয়োজনে সাধারণ জনগণের উপস্থিতির পরিবর্তে সর্বসাকুল্যে ৪৮৭ জন বিএনপি’র নেতাকর্মী উপস্থিত হয়।
এ গণশুনানিতে বিএনপির প্রয়াত মহাসচিব কে এম ওবায়দুর এর কন্যা শামা ওবায়েদ নির্বাচন নিয়ে নানা প্রকারের অভিযোগ তুলেন। যা রীতিমতো হাস্যকর এবং বিব্রতকর ছিলো জানিয়ে রাজনৈতিক বিশ্লেষক এবং টেলিভিশন ব্যক্তিত্বরা বলছেন, অভিযোগের রাজনীতি থেকে এখনো বের হতে পারলো না বিএনপি। তারা অভিযোগ তোলার পূর্বে ভুলে যায় ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনের কথা। যে নির্বাচনে বিএনপির সন্ত্রাসী হামলায় আওয়ামী লীগের ২০০ নেতা-কর্মী মারা যান। ২০০১ সালের নির্বাচনের আগে বিএনপি শুরু করে সংখ্যালঘুদের উপর অমানুষিক নির্যাতন। শত শত হিন্দু মেয়েদের ঘর থেকে তুলে নিয়ে যাওয়া হয়, শুধু মাত্র সংখ্যালঘুরা নৌকায় ভোট দিতে পারে এই কারণে। যার উৎকৃষ্ট উদাহরণ ২০০১ সালের নির্বাচনে বিএনপি-জামায়াত জোটের জয়ের পর সিরাজগঞ্জে ১৩ বছর বয়সী পূর্ণিমা রাণী শীল ধর্ষণের ঘটনা। আর সেই বিএনপি যদি এখন নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে তা হবে দুঃখজনক।

এদিকে গণশুনানির নামে গণ তামাশায় ৪৮৭ জন কর্মীর উপস্থিতি প্রমাণ করে বিএনপির জনপ্রিয়তা বর্তমানে শূন্যের কোটায়। এমন মন্তব্য করে এক রাজনৈতিক বিশ্লেষক বলেন, সকল মানুষের একটাই সমস্যা। তারা নিজের দোষ কখনোই খুঁজে পায় না। রুহুল কবির রিজভী একটি মিছিল করার জন্য ৫০ জন লোক খুঁজে পায় না, গণশুনানিতে ৫০০ জন সাধারণ মানুষ হয় না। যা প্রমাণ করে সাধারণ মানুষ তাদের কথা শুনছে না। দেশের জন্য দরদ দিয়ে কাজ করলে দেশের মানুষ ভোটের মাধ্যমে সেই দরদ ফেরত দেয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রমাণ করে দেশের মানুষ কাকে চায়, আর কাকে চায় না। এখন বিএনপি যতোই কান্না কাটি করুক কোনো লাভ নেই। তাদের এই কান্নার শব্দ বিএনপির কিছু কর্মীর কান পর্যন্ত পৌঁছাবে, তবে দেশের জনগণের কাছে কখনোই পৌঁছাবে না।

দলীয় কোন্দলে জর্জরিত বিএনপি খানিকটা বেসামাল অবস্থায় রয়েছে। বর্তমানে তারা বুঝতে পারছে না, তারা কোন পথে এগোবে। আর এই কারণে তারা আবোল তাবোল বলছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাই ২০২৫ সালের নির্বাচনে একটি শক্তিশালী দল হতে বিএনপিকে অন্যের বদনাম না করে নিজের গঠনতন্ত্র শক্ত ও জনমানুষের রাজনীতি করার পরামর্শ দেন রাজনৈতিক বিশ্লেষকরা।