• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ড. কামালের জন্য ঐক্যফ্রন্টে ফাটল, বললেন বিএনপি নেতা মোশাররফ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৬ মার্চ ২০১৯  

জাতীয় ঐক্যফ্রন্টের শরিক গণফোরাম থেকে নির্বাচিত দুই সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও মোকাব্বির খানের শপথ নেয়া নিয়ে বিএনপির সাথে ঐক্যফ্রন্টের ফাটল অনেকটা স্পষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। শপথে জাতীয় ঐক্যফ্রন্টের কার্যক্রম প্রশ্নবিদ্ধ হবে কি না- সেটা জোটের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের অবস্থানের উপর নির্ভর করছে বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

৩ মার্চ দুপুরে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জাতীয়তাবাদী কৃষক দলের নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব বলেন তিনি।

জাতীয় ঐক্যফ্রন্টের শরিক গণফোরাম থেকে নির্বাচিত দুই সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও মোকাব্বির খানের আগামী ৭ মার্চ শপথ নিতে চাওয়া প্রসঙ্গে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘ঐক্যফ্রন্টের দুই নেতা কী বলেছেন- সেটা বিষয় নয়, ঐক্যফ্রন্ট সম্মিলিতভাবে কী বলছে সেটাই দেখার বিষয়। এখানে দুজন তেমন গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত। এটা নির্ভর করবে গণফোরামের সভাপতির বক্তব্যের ওপর। আসলে গণফোরামের সভাপতি ড. কমাল কেমন যেন গড়িমসি করছেন বলেই মনে হচ্ছে। উনার দলের নেতাদের উনি তলে তলে শপথ নেয়ার কথা বলে ঐক্যফ্রন্টের বৈঠকে বড় বড় কথা বলবেন তা মেনে নেয়া হবে না।’

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বিএনপির তৃণমূল নেতাকর্মীরা মনে করে ড. কামালের জন্যই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ভরাডুবি হয়েছে। আর তার দলের নেতারা ড. কামালের ইশারা ছাড়া শপথ নিতে যাবেন এটা বিশ্বাসযোগ্য হতে পারে না। পরিকল্পিতভাবে ড. কামাল হোসেন একটি গেম খেলছেন বলেই মনে হচ্ছে।’

এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘ড. কামাল হোসেনের আচরণ রহস্যজনক। বিএনপিকে অস্তিত্ব সংকটে ফেলে দেয়ার জন্য উনি পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছেন বলেই মনে হচ্ছে। উনার দলের বিজয়ী প্রার্থীদের শপথ উনি ঠেকাতে ব্যর্থ হলে ঐক্যফ্রন্টে ফাটল ধরবে এটাই স্বাভাবিক।’

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুলতান মুহাম্মদ মনসুর আহমেদ মৌলভীবাজার-২ আসন থেকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষ এবং মোকাব্বির খান সিলেট-২ আসনে গণফোরামের প্রতীক উদীয়মান সূর্য নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন। দুই সংসদ সদস্য ঐতিহাসিক ৭ মার্চ শপথ নেবেন বলে ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন ।