• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ওবায়দুল কাদেরকে দেখতে গিয়ে শাস্তির খড়গ নেমে আসলো মির্জা ফখরুলদের

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৬ মার্চ ২০১৯  

দলীয় হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখতে যাওয়ায় শাস্তির সম্মুখীন হতে হচ্ছে মির্জা ফখরুল, মওদুদ আহমেদ ও ড. মঈন খানকে। লন্ডনের নির্দেশনা অমান্য করে দলে ভাবমূর্তি নষ্ট করা এবং চেইন অফ কমান্ড ভঙ্গ করার শাস্তির খড়গ নামছে তাদের উপর। যুক্তরাজ্য বিএনপির স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীনের বরাতে তথ্যের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।

নাসির আহমেদ শাহীন জানান, বিএনপিকে সব ধরণের আবেগী রাজনীতি থেকে দূরে থাকার নির্দেশনা দিয়ে আপাতত দেখে শুনে পথ চলার নির্দেশ দিলেও ইদানিং মির্জা ফখরুলরা এক ধরণের অবজ্ঞা প্রকাশ করছেন। তারই অংশ হিসেবে ওবায়দুল কাদেরকে দেখতে যান মির্জা ফখরুলরা। বিএনপি নেতাদের সংকটকালীন সময়ে বুঝে-শুনে পথ চলার আদেশ দিয়ে গত ৩ মার্চ রাতে আমার উপস্থিতিতে রিজভী আহমেদকে হোয়াটস অ্যাপে কল দেন তারেক রহমান। নির্দেশনা অনুযায়ী রিজভী আহমেদ সিনিয়র নেতৃবৃন্দদের বুঝালেও আদেশ অমান্য করেই হাসপাতালে গিয়ে সরকারের শুভদৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন মির্জা ফখরুলরা।

তিনি আরো জানান, বিএনপি কোন দিনই কারো কাছে মাথা নত করেনি, কখনই তোষামোদি করেনি। এছাড়া যে দল বিএনপিকে আজকে রাজনীতি বিমুখ করেছে, তার কোন নেতা-কর্মীর সঙ্গে বিএনপির যোগাযোগ রাখাটা বেইমানির শামিল। পাশাপাশি দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহের এক ধরণের আভাস দিয়েছেন তারা। তাই আগামী জাতীয় কাউন্সিলে এই তিন নেতাকে বাদ দিয়ে জাতীয় কমিটি গঠন করার বিষয়েও মত দিয়েছেন তারেক রহমান।

এসময় নাসির আরো জানান, আগামীতে দলের সকল সিদ্ধান্ত গ্রহণ করার জন্য রিজভী আহমেদ মৌখিক দায়িত্ব দিয়েছেন তারেক। তারেক চান না, মির্জা ফখরুলদের অনুসরণ করে বিএনপিতে বিদ্রোহীদের দল ভারী হোক। তাই বড় ধরণের সংকট সৃষ্টির পূর্বেই এই তিন নেতাকে কোন রকমের দলীয় সিদ্ধান্ত না নেয়ারও আদেশ দেয়া হয়েছে। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। এই তিন নেতাকে শাস্তি দিয়ে তারেক রহমান বিএনপি নেতাদের সঠিক পথে ফিরে আসার বার্তাও দিয়েছেন।