• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

তারেকের হুমকির পরোয়া না করে শপথ গ্রহণ, বহিষ্কৃত সুলতান মনসুর

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১১ মার্চ ২০১৯  

জাতীয় ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত অমান্য করে মৌলভীবাজার-২ আসনের সাধারণ জনগণের কথা ভেবে একাদশ জাতীয় সংসদে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন সুলতান মোহাম্মদ মনসুর। যার কারণে তাকে বহিষ্কার করেছে গণফোরাম। বৃহস্পতিবার (৭ মার্চ) বিকালে গণফোরামের সিনিয়র নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

নির্বাচনে জয়ী হবার পর থেকেই বিভিন্ন সভা-সেমিনারে সুলতান মনসুর বলেছিলেন, দেশের মানুষ আমাকে ভোট দিয়েছেন, আমি তাদের মতামতের প্রতি শ্রদ্ধাশীল, আর তাই শপথ নেবো।

আর তারই ফলশ্রুতিতে সুলতান মনসুর তার কথার মূল্য রাখতেই শপথ গ্রহণ করেছেন। কিন্তু এই শপথ গ্রহণের সিদ্ধান্তে অনড় থাকাটা সুলতান মনসুরের জন্য মোটেই সহজ ছিলো না। শপথ নেবার আগ তাকে বারবার লন্ডন থেকে বিভিন্ন প্রকারের হুমকি-ধমকি হজম করতে হয়। সূত্র বলছে, তারেক রহমান রীতিমতো তার প্রাণনাশেরও হুমকি দিয়েছিলেন। আর শপথ না নিলে ১০ কোটি টাকা উপহার দেবেন বলেও জানিয়েছিলেন। কিন্তু সুলতান মনসুর সকল ভয়-ভীতি উপেক্ষা করে, কোটি টাকার প্রলোভনকে পাশ কাটিয়ে সাধারণ মানুষের কথা ভেবে শপথ নিয়েছেন।

এ প্রসঙ্গে বাংলা নিউজ ব্যাংককে সুলতান মনসুর বলেন, আজ দেশের পক্ষে আছি বিধায় আমাকে বহিষ্কার করা হয়েছে। এটা খুবই দুঃখজনক। এমন এক দলের রাজনীতি করলাম, যাদের পরগাছার মতো বেঁচে থাকতে হয়। আমি জানি এটা গণফোরামের সিদ্ধান্ত নয়। এটি তারেক রহমানের দল বিএনপির সিদ্ধান্ত। ভাগ্যিস এ দলটি ক্ষমতায় আসেনি। যদি বিএনপি ক্ষমতায় আসতো, তবে দেশের মানুষের কি হতো তাই ভেবে আমি চিন্তিত হচ্ছি।

এদিকে গণফোরাম থেকে সুলতান মনসুরকে বহিষ্কার করার বিষয়ে দলটির সভাপতি ড. কামাল হোসেনের সঙ্গে কথা হলে তিনি বলেন, গণফোরাম এখন শুধু একটি দল নয়। জাতীয় ঐক্যফ্রন্টের নামে রাজনৈতিক জোটের নেতৃত্ব দিচ্ছে গণফোরাম। যদিও ঐক্যফ্রন্টে এককভাবে সিদ্ধান্ত নিতে পারি না আমরা। সকলের মিলে যে সিদ্ধান্ত হয় সেটির বাস্তবায়ন ঘটাই আমরা। বিএনপিতে জামায়াতে ইসলাম রয়েছে, যা কয়েকদিন আগে আমি অগ্রহণযোগ্য বলেছিলাম। আর এই কারণে আমাকেও জোট থেকে বের হয়ে যেতে বলেছিলেন তারেক রহমান। বিএনপির সঙ্গে জোট করার পর থেকে গণফোরাম এখন আর আমার সিদ্ধান্তে চলে না। নিজের ইচ্ছায় নয়, বিএনপি ইচ্ছায় সুলতান মনসুরকে দল থেকে বের করার সিদ্ধান্ত নিয়েছি। এটা সকলের বোঝা দরকার।