• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

শপথ নেবেন মোকাব্বির খানও!

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১২ মার্চ ২০১৯  

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের দু’জন বিজয়ী সুলতান মনসুর ও মোকাব্বির খানের শপথ গ্রহণ নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা-সমালোচনা। এমন প্রেক্ষাপটে গুঞ্জনের মাত্রাটি বাড়িয়ে দিয়েছে সুলতান মনসুরের শপথ গ্রহণ প্রসঙ্গটি। প্রথমাবস্থায় মোকাব্বিরকে শপথ নেয়া থেকে বিরত রাখা গেলেও তা আর নিয়ন্ত্রণে রাখতে পারছেন না গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। ড. কামালের কণ্ঠেই শোনা গেছে মোকাব্বির খানের শপথ নেয়ার বিষয়টি।

শপথ প্রসঙ্গে মোকাব্বির খানের ভাষ্য হচ্ছে, তাকে ও সুলতান মনসুরকে শপথ গ্রহণ থেকে বিরত রেখে বিএনপির আস্থাভাজন হওয়ার চেষ্টা করছেন ড. কামাল। যদিও সুলতান মনসুর ড. কামালকে সেই সুযোগ কাজে লাগাতে দেননি। এখন ড. কামালের দাবার ঘুটি কেবল তিনি নিজেই। ফলে বিএনপির আস্থাভাজন হওয়া সংক্রান্ত ড. কামালের অভিপ্রায় বুঝে মোকাব্বির খানও শপথ নেবেন বলে গণফোরামের একটি বিশ্বস্ত সূত্রের মারফত জানা গেছে।

এদিকে সুলতান মনসুরের পর মোকাব্বির খানের শপথ সিদ্ধান্ত আঁচ করতে পেরে ড. কামাল হোসেনও কিছুটা বিভ্রান্তির মধ্যে পড়েছেন। ফলে সম্প্রতি ড. কামাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোকাব্বির খানের শপথ গ্রহণ প্রসঙ্গে বলেছেন, মোকাব্বির খান শপথ নেবেন কি-না, সেটা দলীয়ভাবে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত হবে। সবাই মিলে শপথের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিলে ভালো। আমরা ইতিবাচক পথেই রয়েছি।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সুলতান মনসুর ড. কামালের পরামর্শেই শপথ গ্রহণ করেছেন। অন্যদিকে এই গুঞ্জনও টক অব দ্য টাউনে পরিণত হয়েছে যে, দাবার একমাত্র ঘুটি হিসেবে মোকাব্বির খানকে হাতে রেখেছেন ড. কামাল। কিন্তু ড. কামালের এই খেলা দলের ভালোর জন্য নয় বরং নিজের স্বার্থ চরিতার্থ করার অভিপ্রায়। এটি বুঝতে পেরেই ড. কামালের সঙ্গে বোঝাপড়ায় না গিয়েই শেষ পর্যন্ত নিজ উদ্যোগে শপথের সিদ্ধান্ত নিয়েছেন মোকাব্বির খান।

শপথ গ্রহণের সিদ্ধান্তের সত্যতা জানতে মোকাব্বির খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, আপনারা যা শুনেছেন তা সঠিক। বাকিটুকুও সময় মতো জেনে যাবেন। তবে আমি শপথ নিচ্ছি এটি ধ্রুব তারার মতো সত্য। শপথ নেয়ার সিদ্ধান্ত থেকে সরে গেলেও আবার কেনো শপথ গ্রহণের সিদ্ধান্ত নিলেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শপথ শেষে সবই প্রেস কনফারেন্স করে জানানো হবে।