• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

জার্মানিতে করোনায় আক্রান্ত ১২ বাংলাদেশি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২০  

বিশ্বের যে কয়টি দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে জার্মানি তার মধ্যে অন্যতম। দেশটিতে এখন পর্যন্ত ১২ জন প্রবাসী বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ।

বুধবার নতুন করে দুইজন প্রবাসী বাংলাদেশির শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। আক্রান্তদের দুইজন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানা গেছে।

আক্রান্তের সংখ্যার হিসেবে আমেরিকা, ইতালি, স্পেন এবং চীনের পরই পাঁচ নম্বরে রয়েছে দেশটি। ইউরোপের এ দেশটিতে এখন পর্যন্ত ৮১ হাজার ৭২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৯৯৭ জন।

প্রায় সাড়ে ৩ হাজার করোনা আক্রান্ত রোগী নিবিড় পর্যবেক্ষণে আছেন। দেশটিতে করনাভাইরাসের প্রকোপ ঠেকাতে সরকার আরোপিত সা বিধি-নিষেধের মেয়াদ আগামী ১৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।