• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

৭৫ হাজার প্রাণ কেড়ে নিলো করোনা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২০  

মহামারি করোনাভাইরাসের ছোবলে বিশ্বব‌্যাপী প্রাণ হারিয়েছেন ৭৫ হাজার ৮৯৭ জন। এ সংখ্যা ক্রমশ বেড়েই চলছে। হু-হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। করোনায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৫৮ হাজার ৯৫৮ জন। তবে স্বস্তির খবর হচ্ছে, এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৯৩ হাজার ৪৫৪ জন।

করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়ার্ল্ডওমিটার এর তথ্যানুযায়ী মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত এ খবর জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের লাইভ তথ্যমতে, ভাইরাসটিতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত তিন লাখ ৬৭ হাজার ৬৫০ জন সংক্রমিত হয়েছেন এতে। এর মধ্যে মৃত্যু হয়েছে দশ হাজার ৯৪৩ জনের। আক্রান্তের দিক থেকে এরপরই স্পেনের অবস্থান। দেশটিতে এক লাখ ৪০ হাজার ৫১০ জন করোনায় আক্রান্ত ও মৃত ১৩ হাজার ৭৯৮ জন।

মৃত্যুতে সব দেশের ওপরে ইতালির অবস্থান। দেশটিতে এখন পর্যন্ত ১৬ হাজার ৫২৩ জন মারা গেছেন, আর আক্রান্ত হয়েছে ১ লাখ ৩২ হাজার ৫৪৭ জন। করোনার উৎপত্তিস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৭০৮ জন, মারা গেছে ৩ হাজার ৩৩১ জন।

করোনাভাইরাসে জনজীবন জর্জরিত। বিশ্বজুড়ে হু-হু করে বাড়তে থাকা প্রাণহানীর সঙ্গে জুড়ে রয়েছে আরেকটি বড় সঙ্কট। ফ্রান্স থেকে যুক্তরাষ্ট্র, ব্রাজিল থেকে ইন্দোনেশিয়া, পৃথিবীর এ-মাথা থেকে ও-মাথা পর্যন্ত দেশগুলো লাশ সামলাতে খাচ্ছে হিমশিম।