• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

করোনা ভ্যাকসিনের সুখবর আগামী মাসেই

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৬ মে ২০২০  

মহামারি করোনাভাইরাসের প্রতিষেধক তৈরিতে যে কয়েকটি দেশ এগিয়ে আছে তাদের মধ্যে যুক্তরাজ্য অন্যতম। দেশটির করোনার সম্ভাব্য ভ্যাকসিন পরীক্ষার ফল জুনের মাঝামাঝিতেই জানা যাবে বলে জানিয়েছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির ওষুধ বিভাগের প্রফেসর স্যার জন বেল।

তিন সপ্তাহ আগে মানবদেহে সম্ভাব্য করোনা ভ্যাকসিনের পরীক্ষা চালায় যুক্তরাজ্য। এখন পর্যন্ত কয়েক শ’ স্বেচ্ছাসেবীর দেহে পরীক্ষামূলকভাবে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপ এ টিকা নিয়ে খুবই আশাবাদী।

ব্রিটেনের করোনার প্রথম ভ্যাকসিন প্রথম যে দুই ব্যক্তি শরীরে নিয়েছেন তারা কিন্তু সাধারণ কেউ নন। করোনার ভ্যাকসিন নিয়েছেন ড. এলিসা গ্র্যানাটো। তিনি অক্সফোর্ড বিশ্ববদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের অনুজীব বিজ্ঞানী। জানা গেছে, তিনি সুস্থ আছেন।

স্যার জন বেল বলেন, আমরা এখন অ্যাডভোকেসি সংকেতের জন্য অপেক্ষা করছি। যাদেরকে ভ্যাকসিন দেয়া হয়েছে, তারা রোগটিতে আক্রান্ত হন কি-না, সেটি দেখার পরই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।