• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আলজেরিয়ায় কোরআন মুখস্থ করলে জেল থেকে মুক্তি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৯ জুন ২০১৯  

জেলখানার যেসব বন্দিরা পবিত্র কোরআন মুখস্থ করবে, তাদেরকে জেল থেকে মুক্তি দেয়া হবে। আলজেরিয়ার কারা অধিদফতর এই ঘোষনা দিয়েছে। খবর আল আরবিয়া’র।

‘কারা বন্দিদের ধর্মীয় নির্দেশনা’ শীর্ষক সেমিনারে দেশটির কারা অধিদপ্তরের প্রধান মুখতার ফালিউন এ ঘোষণা দেন। তিনি বলেন, কোরআন হেফজের প্রতি উৎসাহিত করতে আমাদের এই উদ্যোগ। যে সব বন্দি পবিত্র কোরআন হেফজ করবে, তাদেরকে জেল থেকে নির্দিষ্ট প্রক্রিয়া শেষে মুক্তি দেয়া হবে।

মুখতার ফালিউন বলেন, যারা কারাগারে পবিত্র কোরআন হেফজ প্রশিক্ষণে অংশগ্রহণ করবে এবং নিজেদের সংশোধন করবে তারা এ সুবিধা পাবেন। এ ছাড়া যে সব বন্দি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং যারা নির্দিষ্ট দক্ষতার মাধ্যমে নিজেদেরকে গড়ে তুলবে- তারাও বিশেষ সুবিধা ভোগ করতে পারবেন।

আলজেরিয়ার কারা অধিদফতর ইতোমধ্যে কারাবন্দীদের ধর্মীয় প্রশিক্ষণ দেয়ার জন্য ৪২২ জন ধর্ম প্রশিক্ষক নিয়োগ দিয়েছে। বন্দিরা তাদের কাছে ধর্মীয় নানা বিধানসহ কোরআন শেখার সুযোগ পাচ্ছেন।