• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

জান্নাতে যাওয়ার আমল

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৬ মে ২০২০  

পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী। পরকালই অসীম-অনন্ত। মুমিন মুসলমানের স্থায়ী ঠিকানার নাম জান্নাত। আর দুই দিনের এই জীবনে তাই জান্নাতে যাওয়ার প্রস্তুতি নেয়াই বুদ্ধিমানের কাজ।

আসুন, ইসলাম নির্দেশিত পথে নিজেকে পরিচালিত করে এ পথকে সুগম ও মসৃণ করি। তো চলুন- রাসূলের (সা.) হাদিসের আলোকে জেনে নিই জান্নাতে যাওয়ার আমল সম্পর্কে।

একদিন রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘তোমাদের মধ্যে কে রোজা রেখেছে?’ হজরত আবু বকর (রা.) বলেন, ‘আমি রেখেছি।’ অতঃপর রাসূল (সা.) জিজ্ঞেস করলেন, ‘তোমাদের মধ্যে কে আজ কোনো মিসকিনকে খাবার খাইয়েছ?’ আবু বকর (রা.) বললেন, ‘আমি। ’ রাসূল (সা.) জিজ্ঞেস করেন, ‘তোমাদের মধ্যে কে আজ কোনো জানাজায় অংশগ্রহণ করেছ?’ আবু বকর (রা.) বললেন, ‘আমি। ’ রাসূল (সা.) বলেন, ‘তোমাদের মধ্যে কে আজ কোনো অসুস্থ ব্যক্তির খোঁজ নিয়েছ?’ আবু বকর (রা.) বললেন, ‘আমি।’ তখন রাসূল (সা.) বলেন, ‘যে ব্যক্তির মধ্যে একই দিনে এসব অভ্যাস পাওয়া যাবে, সে জান্নাতে যাবে।’ (মুসলিম, হাদিস- ১০২৮)।