• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

যে ব্যক্তির জন্য রাসূল (সা.) হবে জান্নাতের জিম্মাদার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৭ মে ২০২০  

দুনিয়ার শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে চোগলখুরি ও ব্যভিচার থেকে বিরত থাকা প্রত্যেক মুমিন মুসলমান নর-নারীর ঈমানি দায়িত্ব। এই দায়িত্ব যারা পালন করতে সক্ষম হবে তাদের জন্য জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন প্রিয় নবী রাসূলুল্লাহ (সা.)।

হজরত সাহাল ইবনে সাআদ (রা.) বলেন- রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘যে ব্যক্তি উভয় ঠোঁটের মধ্যভাগ (জিহ্বা) ও দুই রানের মধ্যভাগ (লজ্জা স্থান) হেফাজতের দায়িত্ব গ্রহণ করবে আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হবো।’ (সহিহ বুখারি: ৬৪৭৪)।