• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মুফতি আবুল কালাম জাকারিয়ার ইন্তেকাল

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১২ মার্চ ২০১৯  

সিলেটের জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহ মাদরাসার মুহতামিম মুফতি আবুল কালাম জাকারিয়া গতকাল বিকেল ৫টায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

গতকাল বিকেলে তিনি অসুস্থ হয়ে পড়বেল তাকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

দাওয়াতুল হক বাংলাদেশের সিলেট জেলার আমির ছিলেন মুফতি আবুল কালাম যাকারিয়া। সিলেটের খ্যাতিমান এ আলেম দ্বীনের ইন্তেকালে সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।

সুনামগঞ্জ জেলায় জন্ম নেয়া মুফতি আবুল কালাম জাকারিয়া পড়ালেখা করেন সিলেটের দরগাহ মাদরাসায়। সিলেট শাহজালাল রহ. দরগাহ মসজিদ ও আম্ভরখানা জামে মসজিদে খতিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৩ মেয়েসহ ছাত্র-শিক্ষক, ভক্তবৃন্দ ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন মজলিশে তালিমুস সুন্নাহ বাংলাদেশের মহাসচিব খালেদ সাইফুল্লাহ আইয়ুবি, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি-মহাসচিবসহ অন্যান্য নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদীস মাওলানা ইসমাঈল নূরপুরী, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবড়ীর মুহতামিম আল্লামা মাহমূদুল হাসানসহ বাংলাদেশ কাওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক)-এর নেতৃবৃন্দ।

মুফতি আবুল কালাম জাকারিয়ার নামাজে জানাজা আজ মঙ্গলবার সকাল ১১ টায় সিলেট আলিয়া মাদরাসার মাঠে অনুষ্ঠিত হবে।