• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজ দেখা যাবে ‘গোলাপী চাঁদ’

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯  

আকাশে নানা সময় বিভিন্ন বৈশিষ্ট্যের চাঁদ দেখা যায়। ব্লাড মুন, সুপার ব্লাড মুনের কথা তো হারহামেশাই শোনা যায়। এবার দেখা যাবে ‘পিঙ্ক মুন’ বা ‘গোলাপি চাঁদ’। খবর ইয়াহু নিউজ।

বিশ্বের বিভিন্ন দেশের মানুষ চাঁদটি দেখতে পাবেন। শুক্রবার ভোরের আগ পর্যন্ত পিঙ্ক মুন দেখা যাবে। তবে এটাকে পিঙ্ক মুন বলা হলেও এটি পুরোপুরি গোলাপি নয়। চাঁদ পর্যবেক্ষকরা একেক সময় একেক ধরনের নাম দিয়ে থাকেন। এরই ধারাবাহিকতায় এবার পিঙ্ক মুন নাম দিয়েছেন তারা। তবে পুরোপুরি না হলেও এর রঙ কিছুটা গোলাপি হবে।

বিজ্ঞানীরা বলছেন, খুব ভালোভাবে পিঙ্ক মুন দেখতে হলে আপনাকে ১৮ তারিখ রাতেই আকাশে চোখ রাখতে হবে। ১৯ তারিখেও কিছুটা দেখা যাবে। তবে এর পূর্বশর্ত হলো মেঘমুক্ত অন্ধকার আকাশ।