• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

কম দামি ফোন বাজারে আনবে ওয়ানপ্লাস

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৮ মে ২০২০  

কম সময়ে বেশ জনপ্রিয়তা পেয়েছে ওয়ানপ্লাস। প্রতিষ্ঠানটির প্রতিটি স্মার্টফোনই ফ্ল্যাগশিপ মানের। এ কারণে অনেকের নাগালের বাইরে থেকে যায় ডিভাইসগুলো। তবে এবার তারা কম দামের ফোন আনার সিদ্ধান্ত নিয়েছে ওয়ানপ্লাস।

কোম্পানিটির সিইও পিট লাউ বলেন, আমাদের পণ্য সব ধরনের গ্রাহকের হাতে পৌঁছে দিতে চাই। তাই সাশ্রয়ী দামের ফোন বাজারে আনার বিষয়টি আমরা বিবেচনা করছি। আশা করছি এতে ওয়ানপ্লাসের ক্রেতা আরও বাড়বে।

জানা গেছে, ওয়ানপ্লাস জেড নামে একটি ফোন আনবে ওয়ানপ্লাস। ফোনটিতে থাকবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৬৫ প্রসেসর, ৬ দশমিক ৪ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, ৮ জিবি র‍্যাম, ৪০০০ এমএএইচ ব্যাটারি ও ৩০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি। এতে ফাইভজি সুবিধা থাকবে বলেও জানা গেছে।

পিট লাউ তার বক্তব্যে ফোনটি সম্পর্কে কিছু বলেননি। তবে এটি নিশ্চিত হওয়া গেছে যে, সর্বপ্রথম ভারতে পরে ইউরোপ ও উত্তর আমেরিকায় সাশ্রয়ী দামের ফোন বাজারে ছাড়া হবে।