• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

৫০ সেকেন্ডেই চীনা কোম্পানির নতুন সব ফোন কিনে নিলো ভারতীয়রা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৬ জুন ২০২০  

সীমান্তে সংঘর্ষের ঘটনায় ভারতজুড়ে চলছে চীনা পণ্য বয়কট। ভারতীয়দের ঘরের চাইনিজ টিভি এবং অন্যান্য ব্যবহার্য জিনিসপত্র ধ্বংস করার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঠিক এমন সময়েই মাত্র ৫০ সেকেন্ডেই চীনা কোম্পানি রেডমির নতুন সব ফোন বিক্রি হয়ে গেল ভারতে!

রেডমি নোট নাইন প্রো ম্যাক্স মডেলের ডিভাইসটি ভারতের বাজারে আসার প্রথম দিনেই ৫০ সেকেন্ডে ‘আউট অব স্টক’ হয়ে যায়। এই ঘটনায় চীনা পণ্য বয়কটের ডাকের বিষয়টি প্রশ্নের মুখে পড়েছে। খবর জি নিউজ

রেডমি কোম্পানির ভারতের প্রধান মনুকুমার জৈন বুধবার টুইট করে জানান, আজকের সেলে ৫০ সেকেন্ডেরও কম সময়ে স্টক শেষ হয়ে যায়। পরের সপ্তাহে এটি আরো বেশি পরিমাণে বাজারে আনতে আমরা অনেক পরিশ্রম করে যাচ্ছি।

চীনা কোম্পানির স্মার্টফোনের যথেষ্ট চাহিদা রয়েছে ভারতের বাজারে। এর মূল কারণ, কম দামে ভালো পণ্য। যেটি দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনার মধ্যে ভাটা পড়েনি।