• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

স্মার্টঘড়ি প্রযুক্তির ‘মেধাস্বত্ব’ কিনছে গুগল

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০১৯  

বৈশ্বিক পরিধেয় প্রযুক্তিপণ্যের বাজার প্রতিনিয়ত বড় হচ্ছে। এই বাজারে নিজেদের ব্যবসা আরো জোরদার করতে ধারাবাহিকভাবে নতুন উদ্যোগ নিচ্ছে গুগল। এই ধারাবাহিকতায় ফ্যাশন ও অ্যাকসেসরি গ্রুপ ফসিলের কাছ থেকে স্মার্টঘড়ি প্রযুক্তির মেধাস্বত্ব কিনতে ৪ কোটি ডলার পরিশোধের আগ্রহ প্রকাশ করেছে মার্কিন প্রতিষ্ঠানটি। এএফপির খবরে বলা হয়, বাজারটিতে ব্যবসা জোরদারে গুগলকে সহায়তা করবে ফসিলের স্মার্টঘড়ি প্রযুক্তি।
গুগল তাদের এক বিবৃতিতে বলে, ফসিল গ্রুপের প্রযুক্তি এবং এর গবেষণা ও উন্নয়ন দলের সঙ্গে যুক্ত হওয়া পরিধেয় প্রযুক্তিপণ্য খাতে আমাদের পূর্বপ্রতিশ্রুতির বহিঃপ্রকাশ। আমরা আশা করছি, গুগলের পরিধেয় প্রযুক্তিপণ্য গ্রাহক চাহিদা পূরণে সক্ষম হবে।

গুগলের ‘অ্যান্ড্রয়েড ওয়্যার’ সফটওয়্যার চালিত স্মার্টঘড়ি সরবরাহের মাধ্যমে ব্যবসা করছে একাধিক প্রতিষ্ঠান। পরিধেয় প্রযুক্তিপণ্যের সফটওয়্যার আনলেও নিজস্ব কোনো হার্ডওয়্যার নেই গুগলের। ফসিলের স্মার্টঘড়ি প্রযুক্তির মেধাস্বত্ব অধিগ্রহণের ফলে গুগল ব্র্যান্ডের স্মার্টঘড়ির দেখা মিলতে পারে। বাস্তবে এমন হলে বৈশ্বিক পরিধেয় প্রযুক্তিপণ্য বাজারে অ্যাপল, স্যামসাং, ফিটবিট এবং অন্য স্মার্টঘড়ি নির্মাতাদের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে গুগলকে।