• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আইসিসির ভেরিফাইড পেজের কভারে বাংলাদেশ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯  

মঙ্গলবার ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডের সবচেয়ে বড় চমক পেসার আবু জায়েদ রাহি। আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই তবুও বিশ্বকাপ দলে রাখা হয়েছে তাকে। এ জন্য হয়তো চমকে গেছে আইসিসি। তাই তাদের সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের ভেরিফাইড পেজের কাভারে ঝুলিয়েছে রাহির ছবি।

আবু জায়েদ রাহিকে ইংলিশ কন্ডিশন বিবেচনায় অন্তর্ভুক্ত করার পেছনে দুটি কারণ রয়েছে। প্রথমত ঘরোয়া ক্রিকেটে সে নিয়মিত পারফর্ম করে। দ্বিতীয়ত বলে গতি কম হলেও উইকেটের দুই দিক দিয়ে সুইং করাতে পারে। 

আয়ারল্যান্ড সফর শেষে ইংল্যান্ডের মাটিতে পা রাখবে বাংলাদেশ দল। বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ২৬ মে পাকিস্তান ও ২৮ মে ভারতের বিপক্ষে দুটি ম্যাচেরই ভেন্যু কার্ডিফ ওয়েলস স্টেডিয়াম। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ২ জুন ওভালে।

বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড: মাশরাফি (অধিনায়ক), সাকিব (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, সাইফউদ্দীন, মোস্তাফিজুর রহমান , রুবেল হোসেন, আবু জায়েদ রাহি।