• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সাবধানী তামিম, আত্মবিশ্বাসী সৌম্য

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২ জুন ২০১৯  

খেলতে পারছেন না আমলা

ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ের সময় হেলমেটে বল লেগে কপালে চোট পাওয়া হাশিম আমলা খেলবেন কি না তার জন্য সকাল পর্যন্ত অপেক্ষা করেছিল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া ওপেনার খেলতে পারছেন না বাংলাদেশের বিপক্ষে। বাদ পড়েছেন অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াস।

দলে এসেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান ডেভিড মিলার ও পেস বোলিং অলরাউন্ডার ক্রিস মরিস।

দক্ষিণ আফ্রিকা: কুইন্টন ডি কক, এইডেন মারক্রাম, ফাফ দু প্লেসি, রাসি ফন ডার ডাসেন, ডেভিড মিলার, জেপি দুমিনি, ক্রিস মরিস, আন্দিলে ফেলুকোয়ায়ো, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, ইমরান তাহির।

চোট শঙ্কা পেছনে ফেলে খেলছেন সাইফ

চোট শঙ্কাকে পেছনে ফেলে খেলছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন। ব্যাটিং অনুশীলনের সময় হাতে চোট পাওয়া তামিম ইকবালও খেলছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

বোলিং সামর্থ্য বিবেচনায় জন্য মোসাদ্দেক হোসেন ও সাব্বির রহমানের মধ্যে মোসাদ্দেককে বেছে নিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান।

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছেন ফাফ দু প্লেসি। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক জানান, বাড়তি পেস দিয়ে আক্রমণ করতে চান তারা। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মনে করছেন, ব্যবহৃত উইকেটে আগে ব্যাটিং ভালোই হওয়ার কথা। নির্ভর করবে কিভাবে ব্যাটসম্যানরা ব্যাটিং করেন তার উপর।

সাকিব ও আমলার সামনে রেকর্ডের হাতছানি

এক উইকেট পেলেই পাকিস্তানের আব্দুল রাজ্জাককে পেছনে ফেলে ওয়ানডেতে দ্রুততম পাঁচ হাজার রান ও আড়াইশ উইকেটের কীর্তি গড়বেন সাকিব আল হাসান।

রেকর্ডের হাতছানি আছে হাশিম আমলার সামনে। ৭৭ রান করতে পারলে ভারতের বিরাট কোহলিকে ছাড়য়ে ওয়ানডেতে দ্রুততম আট হাজার রানের কীর্তি গড়বেন দক্ষিণ আফ্রিকার এই ওপেনার। 

আত্মবিশ্বাসী বাংলাদেশের প্রথম পরীক্ষা

শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। আত্মবিশ্বাসী মাশরাফি বিন মুর্তজার দলের প্রথম প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্টে ষষ্ঠবারের মতো খেলতে যাওয়া বাংলাদেশ তাকিয়ে আছে জয় দিয়ে শুরু করার দিকে।

লন্ডনের দা ওভালে রোববার ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায়।

কদিন আগে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জেতা বাংলাদশকে নিয়ে ভক্তদের প্রত্যাশা আকাশচুম্বী। সেই প্রত্যাশাকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে টুর্নামেন্টে এগিয়ে যেতে চান অধিনায়ক। আপাতত তার নজর ভালো শুরুর দিকে। 

অন্য দিকে, এবারের আসরের শুরুটা বাজে হয়েছে দক্ষিণ আফ্রিকার। নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হেরেছে ১০৪ রানে। প্রথম জয়ের লক্ষ্যে মাঠে নামছে ফাফ দু প্লেসির দল।

শর্ট বলের স্রোত সামলাতে প্রস্তুত বাংলাদেশ

শর্ট বল ও গতিময় ডেলিভারিতে বাংলাদেশের দুর্বলতা সবারই জানা। এই সুবিধা নেওয়ার সামর্থ্য দক্ষিণ আফ্রিকার রয়েছে। তবে মাশরাফি বিন মুর্তজা জানান, প্রতিপক্ষ যে এই কৌশল নিতে পারে তা জানেন তারা। ব্যাটসম্যানরা সেভাবেই প্রস্তুতি নিয়েছেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে তিন ম্যাচ খেলে একটিতে জিতেছে বাংলাদেশ, হেরেছে দুটিতে। বিশ্বকাপে প্রোটিয়াদের বিপক্ষে সবশেষ দেখায় দেশের মাটিতে ২০১১ আসরে ৭৮ রানে গুটিয়ে গিয়ে ২০৬ রানে হেরেছিল তারা।