• রোববার ০১ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৬ ১৪৩০

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৫

টস জিতে ফিল্ডিংয়ে ওয়েস্ট ইন্ডিজ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৬ জুন ২০১৯  

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস দিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। নটিংহামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে।
উভয় দল তাদের প্রথম ম্যাচে জয় পেয়েছিল। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সহজ জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়েছিল অস্ট্রেলিয়া। আজও জয়ের ধারা অব্যাহত রাখতে মাঠে নামছে দুদল।

ক্রিকেট বিশ্বের সব চাইতে সফল দল অস্ট্রেলিয়া। অসিরা শুধু বিশ্বকাপ ট্রফিই জিতেছে পাঁচবার। প্রতি টুর্নামেন্টে হট ফেভারিটের তকমাটা থাকে তাদের কাছেই। এবারও তার ব্যাতিক্রম নয়। ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, অ্যারেন ফিঞ্চ ও ম্যাক্সওয়েল দারুন ফর্মে আছেন। সব মিলিয়ে ফেভারিট হয়েই মাঠ নামবে টিম অস্ট্রেলিয়া।

ওয়েস্ট ইন্ডিজ দলে আছে ক্রিস্টোফার হেনরি গেইল। ওপেনিংয়ে সঙ্গী এভিন লুইস। এছাড়া আছেন আন্দ্রে রাসেল, হেটমেয়ারদের মত পাওয়ার হিটার। এদের যে কেউ ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।