• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

‘টাইগার একাদশের বাইরে থাকা উচিত মাশরাফীর’

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৯ জুন ২০১৯  

টাইগার একাদশের বাইরে থাকা উচিত মাশরাফীর। বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে নিয়ে এ মন্তব্য করেছেন ভারতের সাবেক পেসার এবং ক্রিকেট বিশ্লেষক অজিত আগারকার।

অজিত আগারকার তার বিশ্লেষণে বলেন, বিশ্বকাপে বল হাতে ফর্মে নেই মাশরাফী। টানা তিন ম্যাচে বাজে পারফরম প্রদর্শন করেছেন তিনি। নেতৃত্বেও কোনো চমক দেখাতে পারছেন না।

আগারকার আরো বলেন, রুবেলকে বাংলাদেশ একাদশে অন্তর্ভুক্ত করতে হবে। আমি জানি, দলটির পক্ষে মাশরাফিকে একাদশের বাইরে রাখা সম্ভব নয়। তবে এ মুহূর্তে তার বোলিং ফর্ম ভালো নয়। সেটি বিবেচনা করলে আমার চোখে একাদশে ম্যাশের জায়গা হয় না। কিন্তু সে টাইগারদের লিডার। দলেরই ওকে প্রয়োজন। কারণ ও অনেক অভিজ্ঞ।

বিশ্বকাপে ইএসপিএন ক্রিকইনফোর ক্রিকেট বিশ্লেষক হিসেবে দায়িত্ব পালন করছেন আগারকার। ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইটটির এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মোসাদ্দেককে বাদ দেয়ার কথাও বলছেন তিনি।

শনিবার কার্ডিফে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৩৮৬ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। জবাবে ৭ বল বাকি থাকতে ২৮০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। টাইগাররা ম্যাচ হারে ১০৬ রানে। দলের প্রত্যাশা পূরণ করতে পারেননি মোসাদ্দেক।

ম্যাচ শেষে বিশ্লেষণে আগারকার বলেন, বাংলাদেশ চাইলে মোসাদ্দেককে একাদশের বাইরে রাখতে পারে। দলে যথেষ্ট স্পিন অপশন রয়েছে। মেহেদি ও সাকিব ভালো বল করছে। ব্যাটিংয়েও তারা ভালো করে আসছে। এ মুহূর্তে টাইগারদের বোলিংটাই দুশ্চিন্তার বিষয়।

এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে এক জয় ও দুই হারে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে বাংলাদেশ। আগামী ১১ জুন শ্রীলংকার বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামবে টাইগাররা।