• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

মেসির চেয়ে ম্যারাডোনা ভালো: পেলে

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০১৮  

এবারের ব্যালন ডি’অরে  পঞ্চম হয়েছেন লিওনেল মেসি। এক যুগ পর এই প্রথম ফুটবলের মর্যাদার পুরস্কারটির লড়াইয়ে সেরা তিনে থাকতে পারেননি আর্জেন্টাইন তারকা। মেসির এমন পতনের পর আবার উঠেছে প্রশ্নটা, ‘মেসি না ম্যারাডোনা কে সেরা?’ এই তুলনায় পেলে অনেক এগিয়ে রাখছেন ম্যারাডোনাকে।

আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক ম্যারাডোনাকে নিয়ে ব্রাজিলিয়ান গ্রেটের মূল্যায়ন, ‘ম্যারাডোনা সর্বকালের সেরাদের একজন।’

ব্রাজিলিয়ান পত্রিকা ফোলহা দে সাও পাওলোকে দেওয়া সাক্ষাৎকারে দুই আর্জেন্টাইন গ্রেটের তুলনা করতে গিয়ে পেলে বলেছেন, ‘মেসির চেয়ে ম্যারাডোনা ভালো কিনা? অবশ্যই, সে (ম্যারাডোনা) তার (মেসির) চেয়ে অনেক ভালো খেলোয়াড়।’

মেসির সঙ্গে তুলনাতেও নিজেকে অনেক এগিয়ে রাখছেন তিনবারের বিশ্বকাপজয়ী পেলে, ‘একজনের হেডিং দুর্দান্ত এবং সে দুই পায়েই দারুণ শট নিতে পারে। আর অন্যজন শুধু এক পায়ে দক্ষ এবং হেড করে গোল করতেও পারে না। তাহলে আপনি কীভাবে দুজনের তুলনা করবেন?’

পছন্দের তালিকায় আরও দুই কিংবদন্তিকেও রাখলেন পেলে, ‘বেকেনবাওয়ার আর ক্রুইফও ভালো। তারা চমৎকার খেলোয়াড়।